এক্সপ্লোর
ঠিকঠাক ক্যাচ ধরতে গেলে শেষ মুহূর্ত পর্যন্ত বলে চোখ রাখতে হয়! ক্রিকেটের উদাহরণ দিয়ে নির্মলা, গয়ালকে কটাক্ষ প্রিয়ঙ্কার
ক্রিকেটের অনুষঙ্গ টেনে দেশের মন্দা, অর্থনীতি ঝিমিয়ে পড়া নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়ালের বক্তব্যকে ট্যুইটে কটাক্ষ করলেন প্রিয়ঙ্কা গাঁধী।

নয়াদিল্লি: ঠিকঠাক একটা ক্যাচ ধরতে গেলে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বলের ওপর নজর রাখা জরুরি, খেলতে হয় স্পোর্টসম্যান মেজাজ নিয়ে, নয়তো মাধ্যাকর্ষণ, অঙ্ক, ওলা-উবের ও অন্য নানা বিষয়কে অহেতুক দোষ দিতে হয়। এভাবেই ক্রিকেটের অনুষঙ্গ টেনে দেশের মন্দা, অর্থনীতি ঝিমিয়ে পড়া নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়ালের বক্তব্যকে ট্যুইটে কটাক্ষ করলেন প্রিয়ঙ্কা গাঁধী। কংগ্রেস নেত্রী একটি ক্রিকেট ম্যাচের সংক্ষিপ্ত ভিডিও ট্যুইটে শেয়ার করে এও বলেছেন, ভারতীয় অর্থনীতির জন্য জনস্বার্থেই একথা বলা হল।
सही कैच पकड़ने के लिए अंत तक गेंद पर नजर और खेल की सच्ची भावना होनी जरुरी है। वरना आप सारा दोष #gravity, गणित, ओला-उबर और इधर-उधर की बातों पर मढ़ते रहेंगे।
भारतीय अर्थव्यवस्था के लिए जनहित में जारी। pic.twitter.com/3zqBnoIZYp
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 13, 2019
গয়ালের গতকালের মন্তব্যের ওপর প্রিয়ঙ্কার এই প্রতিক্রিয়া। গয়াল বলেছিলেন, টেলিভিশনের পর্দায় যেসব সংখ্যা, অঙ্ক দেখছেন, তাতে ভরসা করবেন না। যদি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির লক্ষ্য ছুঁতে হয়, তাহলে দেশকে ১২ শতাংশ হারে বৃদ্ধি অর্জন করতে হবে। আজ বৃদ্ধির হার ৬-৭ শতাংশ। সুতরাং সেই অঙ্কের হিসাবে ঢুকবেন না। ওই অঙ্ক আইনস্টাইনকে মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কারে সাহায্য করেনি। বাস্তব হল, মাধ্যাকর্ষণ তত্ত্বের কৃতিত্ব বিজ্ঞানী আইজ্যাক নিউটনের। আর নির্মলা সম্প্রতি অর্থনীতির মন্দার কারণ প্রসঙ্গে বলেন, অটো শিল্প ঝিমিয়ে পড়ার জন্য দায়ী আজকের তরুণ প্রজন্মের মানসিকতা। তাঁরা নিজেরা ইএমআই দিয়ে গাড়ি কেনার চেয়ে রেডিও ট্যাক্সি পরিষেবা অর্থাত্ ওলা, উবের বা মেট্রোয় চড়ার পক্ষপাতী। এর ফলে গাড়ি বিক্রি কমেছে। তিনি আরও বলেছিলেন, ভারত স্টেজ ৬ দূষণ নির্গমন বিধি চালু হওয়া, আগের চেয়ে বেশি রেজিস্ট্রেশন ফি সহ নানা কারণে গাড়ি বিক্রির সংখ্যা কমছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















