এক্সপ্লোর
Advertisement
‘আমি শোকস্তব্ধ, লজ্জিত’- জালিয়ানওয়ালাবাগে এসে বললেন ক্যান্টরবেরির আর্চবিশপ রেভারেন্ড জাস্টিন ওয়েলবি
‘আমার পক্ষে এটা গভীর অপমানের, এই ঘটনার জন্য আমি লজ্জাবোধ করছি ও ক্ষমা প্রার্থনা করছি’- জালিয়ানওয়াবাগের ভিজিটারস বুকে এই কথা লিখলেন ক্যান্টরবেরির আর্চবিশপ।
অমৃতসর: ‘আমার পক্ষে এটা গভীর অপমানের। এই ঘটনার জন্য আমি লজ্জিত ও ক্ষমা প্রার্থনা করছি’- জালিয়ানওয়াবাগের ভিজিটারস বুকে এই কথা লিখলেন ক্যান্টরবেরির আর্চবিশপ।
১০ দিনের জন্য ভারত ভ্রমণে এসেছেন ক্যান্টরবেরির আর্চবিশপ রেভারেন্ড জাস্টিন ওয়েলবি। এই সফরে কলকাতা সহ ভারতের একাধিক জায়গা ঘুরে দেখেছেন তিনি। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্থানও পরিদর্শনে যান রেভারেন্ড জাস্টিন ওয়েলবি।
বর্তমান অমৃতসরে স্বর্ণমন্দিরের কাছেই সংরক্ষিত রয়েছে জালিয়ানওয়ালাবাগের সেই অভিশপ্ত চত্বর। এখনও ইটের গায়ে , বাড়ি ও স্থাপত্যের দেওয়ালে বুলেটের চিহ্ন স্পষ্ট। ইংরেজ শাসনকালে ডায়ারের আদেশে এখানেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল বহু নিরপরাধ ভারতীয়কে।
সেই ভয়াবহ হত্যালীলার চিহ্ন প্রত্যক্ষ করে আবেগতাড়িত জাস্টিন ভিজিটারস বুকে লিখে দিয়ে যান, 'একশো বছর আগের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আমি শোকস্তব্ধ ও গভীর লজ্জিত। সেই হত্যাকাণ্ডে মৃতদের পরিবার ও বংশধরদের জন্য আমি প্রার্থনা করছি। আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষালাভ করা, হিংসাকে নির্মূল করা ও বিশ্বব্যাপী শান্তি বজায় রাখা।’
তিনি বলেন, ‘আমি ব্রিটিশ সরকারের পক্ষে এবিষয়ে কোনও কথা বলতে পারি না। কিন্তু আমি যীশুর নামে শপথ করে বলতে পারি এই স্থান পাপ ও মুক্তির। আমি এখানে এসে যা অনুভব করলাম তা আমি ব্রিটিশ সরকারের কাছে অবশ্যই পৌঁছে দেব। ব্রিটিশ সৈন্যরা যে পাপ এখানে করেছিল আমি তার জন্য অনুতপ্ত।’ নিজের টুইটার থেকে এই বিষয়ক একাধিক টুইটও করেন তিনি।I feel a deep sense of grief, humility and profound shame having visited the site of the horrific #JallianwalaBagh massacre in Amritsar today.
Here, a great number of Sikhs – as well as Hindus, Muslims and Christians – were shot dead by British troops in 1919. pic.twitter.com/p5fDprIMbr — Archbishop of Canterbury (@JustinWelby) September 10, 2019
এইদিন অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির ও শিখদের পবিত্র স্থান অকাল তক্ত পরিদর্শন করেন তিনি।The site of the #JallianwalaBagh massacre is a place of both sin and redemption. The souls of those killed, injured and bereaved cry out to us about the misuse of power. They will live on and be remembered before God.pic.twitter.com/SInpCjcbJc
— Archbishop of Canterbury (@JustinWelby) September 10, 2019
It’s been a real honour to visit the Golden Temple in #Amritsar, the holiest site for the Sikh faith. I’m constantly inspired by the commitment of Sikhs to serving others – the amazing langar kitchen here serves free meals around the clock to 50,000 people a day. pic.twitter.com/N0SxBRTEEM
— Archbishop of Canterbury (@JustinWelby) September 10, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement