পুণেতে ফুটপাথ দিয়ে চলা বাইক-আরোহীদের রুখছেন একা প্রৌঢ়া, ভিডিও ভাইরাল
বাইক-আরোহীদের ফুটপাথ দখল – গোটা দেশেই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
পুণে: বাইক-আরোহীদের ফুটপাথ দখল – গোটা দেশেই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
ভিডিওয় দেখা যাচ্ছে, এক মহিলা ফুটপাথে দাঁড়িয়ে সেখান দিয়ে চলা ও পার্কিং করা মোটরবাইক চালকদের নামিয়ে দিচ্ছেন রাস্তায়।This aunty from Pune is an inspiration to many. Well done Ma'am. Shame on Bikers who ride on footpaths. It's sad to see senior citizens have to do the job what traffic police is supposed to do in our country.@nnatuTOI @mumbaimatterz @MNCDFbombay @mid_daypic.twitter.com/AB1TWmQPRW
— Roads of Mumbai 🇮🇳 (@RoadsOfMumbai) February 21, 2020
ঘটনাটি ঘটেছে পুণেতে। ভিডিওটি ভাইরাল হয়ে যায় নিমেষে। অনেকেই এই ভিডিওটি শেয়ার করেন। কেউ লেখেন- পুণের এই আন্টি অনেককেই অনুপ্রাণিত করবেন। দারুণ করেছেন। কেউ লিখেছেন, বাইকারদের ধিক্কার যারা ফুটপাথ দিয়ে চালায়। দেখে খারাপ লাগছে যে একজন প্রবীণ নাগরিককে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করতে হচ্ছে। অনেকে ট্রাফিক পুলিশের তীব্র সমালোচনাও করেন।
সম্প্রতি, মুম্বই পুলিশ একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, বিভিন্ন ট্রাফিক সিগন্যালে এমন প্রযুক্তি বসানো হয়েছে, যার ফলে, হর্নের মাত্রা একটা নির্দিষ্ট শব্দসীমার ওপরে উঠলেই, লালবাতির সময়সীমা আরও বেড়ে যাচ্ছে। ওই ভিডিওটিও দারুণ ভাইরাল হয়েছে।@CPPuneCity @PuneCityPolice @DGPMaharashtra Hope pune city CP will immediately take coercive action on such bikers & protect the snr citizens who are bravely enforcing the law. Would like to hear about the action taken too.
— Sri Jain Mahajan (@SriJainMahajan) February 21, 2020
Many people are asking why traffic police is not doing this, question is why people themselves are driving on footpath, why does our society need need policing for even basic expected behaviour. We need police for not peeing, standing in queues, cheating,driving ...
— Aditya (@aditya_anand) February 21, 2020
Look at the shameless bikers. Surprised to know you think it's the job of the Traffic police to stop these bikers. Bikers have no business to be riding on footpaths. 10x more cops are needed to stop this. New Motor Vehicle Act hasn't been implemented
— Anurag Shriniwas (@anuragshriniwas) February 21, 2020