(Source: ECI/ABP News/ABP Majha)
Petrol Diesel Price in Punjab : জ্বালানির উপর শুল্ক ছাড়ের ঘোষণা পঞ্জাব সরকারের
Punjab Government Reduced Fuel Prices: সূত্রের খবর, প্রতি লিটার পেট্রোলের দাম (Petrol Price) ১০ টাকা এবং প্রতি লিটার ডিজেলের (Diesel Price) দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
নয়াদিল্লি: জ্বালানির (Fuel Prices) উপর শুল্ক ছাড়ের ঘোষণা পঞ্জাব সরকারের (Punjab Government)। সূত্রের খবর, প্রতি লিটার পেট্রোলের দাম (Petrol Price) ১০ টাকা এবং প্রতি লিটার ডিজেলের (Diesel Price) দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
গত মাসে দীপাবলির আগে এক্সাইজ ডিউটি ছাড়ের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এক ধাক্কায় অনেকটাই দাম কমানো হয় পেট্রোল-ডিজেলের দাম। সংবাদসংস্থা এএনআই জানায়, দীপাবলির আগেই পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর আরও মহার্ঘ হয় দাম। ফলে এই শুল্ক কমলে জ্বালানির দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। ৪ নভেম্বর থেকে নয়া দাম লাগু হয়। আর এরপরই একাধিক রাজ্য শুল্ক কমানোর কথা ঘোষণা করে।
গ্রাহকদের স্বার্থে রাজ্যগুলির কাছেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর আবেদন জানায় কেন্দ্রীয় সরকার। এরপরই সঙ্গে সঙ্গে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাল গুজরাত, হরিয়ানা, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য। একই পথে হেঁটে শুল্ক কমানো হবে বলে জানায় পঞ্জাব সরকার। গত মাসে পেট্রোলের দাম কমানো হয় লিটার প্রতি ১০ টাকা। একইসঙ্গে কমানো হয় ডিজেলের দামও। লিটার প্রতি ৫ টাকা কমানো হয়।
বুধবার কেজরিওয়াল সরকার ঘোষণা করেছে পেট্রোলের (Petrol) ওপর থেকে ভ্যাট (VAT) কমানোর। ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করা হচ্ছে ভ্যাট। এর ফলে দাম কমবে অনেকটাই। কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে বর্তমানে যে দাম রয়েছে তার থেকেও লিটার প্রতি ৮ টাকা করে দাম কমবে পেট্রোলের। আজ মাঝরাত থেকেই এই নয়া দাম কার্যকর হতে চলেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সভাপতিত্বে দিল্লি মন্ত্রিসভার বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Petrol Price: আরও কমতে চলেছে পেট্রোলের মূল্য? জ্বালানির দাম কমাতে নয়া ঘোষণা