Amritpal Singh: অমৃতপাল সিংহ এখনও 'পলাতক', খালিস্তানি নেতার ছবি প্রকাশ্যে আনল পুলিশ
Police Release Amritpal's Images: অমৃতপাল সিংহ এখনও অবধি পলাতক। খালিস্তানি নেতার ছবি প্রকাশ্যে আনল পুলিশ।
পাঞ্জাব: অমৃতপাল সিংহ (Amritpal Singh) এখনও অবধি পলাতক।মূলত অমৃতপাল সিংহের খোঁজে পাঞ্জাব পুলিশ লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে তার সহকর্মীদের ওপরও কড়া নজর রাখা হয়েছে।খালিস্তানি নেতার ছবি প্রকাশ্যে আনল পুলিশ।
সূত্রের খবর, ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন অমৃতপালের কাকু এবং গাড়ি চালক। তল্লাশি এখনও জারি আছে বলে জানিয়েছে পুলিশ। এবার খালিস্তানি নেতার ছবি প্রকাশ্যে আনল পুলিশ (Police)। সেখানে বিভিন্ন সাজে অমৃতপাল সিং। আর সেই ছবি দিয়ে অমৃতপাল সিংহকে যাতে দ্রুত গ্রেফতার (Arrest) করা যায়, সে জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে সাহায্যে হাত বাড়িয়ে দিতে বলেছেন পাঞ্জাব আইজিপি।
Punjab Police releases a few pictures of 'Waris Punjab De' chief Amritpal Singh.
— ANI (@ANI) March 21, 2023
"There are several pictures of Amritpal Singh in different attires. We are releasing all of these pictures. I request you display them so that people can help us to arrest him in this case," says… https://t.co/ZGh5aOs5jq pic.twitter.com/wh7gNb4BUA
উল্লেখ্য, অমৃতপালকে গ্রেফতার করতে গিয়ে শেষ অবধি ব্যর্থ হতে হয় পুলিশকে। প্রায় ২৫ কিমি ধাওয়া করার পর পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ি বদল করে পালিয়ে যান অমৃতপাল। এরপর থেকেই আরও সক্রিয়ভাবে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে। ফেরার অমৃতপালের বেশ কয়েকজন সঙ্গীও। এই পরিস্থিতিতে পাঞ্জাবে কড়া সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে, রাজ্যের সাম্প্রদায়িক সম্পৃীতি নষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এখনও অবধি একাধিক জনকে। অশান্তি রুখতে পাঞ্জাবে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া ইন্টারনেট পরিষেবা।
আরও পড়ুন, এপ্রিলে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, মাস শুরুর আগেই দেখে নিন তালিকা
মূলত, খালিস্তানি সংগঠন ওয়ারিস পাঞ্জাব দে-র প্রধান অমৃতপাল সিংহ। ওয়ারিস পাঞ্জাব দে গঠন করেছিলেন প্রয়াত রাজনীতিবিদ দীপ সিধু। তার মৃত্যুর পরই সংগঠনের দায়িত্ব বর্তায় অমৃতপালের উপরে। গতমাসের তার অনুচর লভপ্রীত তুফানকে গ্রেফতার করে পুলিশ।এরপরেই অমৃতপাল লভপ্রীতের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করতে আরজি জানান। স্পষ্ট জানান, 'এক ঘণ্টার মধ্যে সমস্ত অভিযোগ খারিজ না করলে ফল ভাল হবে না।অভিযোগ বাতিল না করলে যদি কোনও সমস্যা হয়, তারজন্য দায়ী থাকবে শুধুমাত্র প্রশাসন।' এরপরেই পরিস্থিতি উত্তাল আকার ধারণ করে। হামলায় আহত হন একাধিক পুলিশ কর্মী।