এক্সপ্লোর
Advertisement
Farmers' protest: সিঙ্ঘু সীমান্তে কৃষক সমাবেশে হাজির কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটার, পঞ্জাব রঞ্জি টিমের ক্যাপ্টেন মনদীপ সিংহ
প্রায় তিন মাস আগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সংসদে পাশ করা তিনটি কৃষি বিলের বিরুদ্ধে একরোখা মনোভাব নিয়ে রাজপথে নেমে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের চাষিদের দাবি, আইনে পরিণত হওয়া বিলগুলি প্রত্যাহার করতে হবে।
নয়াদিল্লি: কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে চলতি কৃষক আন্দোলনে পঞ্জাবের শিল্প-সাহিত্য দুনিয়ার অনেকে নৈতিক সমর্থন জানিয়ে পদক ফিরিয়েছেন। কৃষক সমাবেশে যোগ দিয়েছেন দিলজিত্ দোসাঞ্জের মতো নামী শিল্পী। এবার কৃষকদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটার তথা পঞ্জাব রঞ্জি টিমের ক্যাপ্টেন মনদীপ সিংহ। তিনিই দেশের প্রথম ক্রিকেটার যিনি সরাসরি কৃষক আন্দোলনের ময়দানে যোগ দিলেন। পঞ্জাবের ছেলে তিনি। পায়ে হেঁটে ভাই হরবিন্দর সিংহকে সঙ্গে নিয়ে মনদীপ সিঙ্ঘু সীমান্তে হাজির হয়েছেন। সোস্যাল মিডিয়ায় প্রতিবাদস্থলের ছবিও পোস্ট করেছেন তিনি।
#NoFarmersNoFood ???????? pic.twitter.com/7yMwTHe7Hr
— Mandeep Singh (@mandeeps12) December 8, 2020
প্রায় তিন মাস আগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সংসদে পাশ করা তিনটি কৃষি বিলের বিরুদ্ধে একরোখা মনোভাব নিয়ে রাজপথে নেমে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের চাষিদের দাবি, আইনে পরিণত হওয়া বিলগুলি প্রত্যাহার করতে হবে। নিজের অভিজ্ঞতা জানিয়ে মনদীপ বলেছেন, এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও যে প্রবীণ নাগরিকরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, তাঁদের সবার প্রতি সমর্থন জানাতে ওখানে গিয়েছিলাম। যে অবস্থায় ওঁরা আছেন, সেটা সত্য়িই হৃদয়বিদারক। ট্র্যাক্টর হয়েছে ওঁদের নতুন ঘর। কিন্তু সেজন্য় ওঁদের কোনও অনুযোগ নেই। ওরা এত আনন্দে, মনপ্রাণ ঢেলে আন্দোলন করছেন। ওদের মেজাজকে কুর্ণিশ করছি। আমার কাছে এটা বিনয়ী চিত্তে গ্রহণ করার মতো অভিজ্ঞতা। পুরো দেশটা চলছে কৃষকদের পরিশ্রমে, তাই ওদের সমস্যার যত দ্রুত সম্ভব সমাধান হওয়া দরকার।
Waheguru mehar kari! Sab jaldi theek hove ???????????????? #FarmersProtest #Tractor2Twitter #NoFarmersNoFood pic.twitter.com/Ja7OIjDRj8
— Mandeep Singh (@mandeeps12) December 9, 2020
মনদীপ সংযুক্ত আরব আমিরশাহিতে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলার মধ্যেই তাঁর বাবা প্রয়াত হন। পরের ম্যাচে ব্য়াট হাতে ২২ গজে নেমে কেকেআরের বিরুদ্ধে ম্য়াচ জেতানো ৬৬ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন মনদীপ।
মনদীপ বিনম্র মনে প্রয়াত বাবাকে স্মরণ করে বলেছেন, আজ বেঁচে থাকলে উনিও কৃষকদের প্রতিবাদ সমাবেশে সামিল হতেন। ওনার ছেলেরা যে তাদের করণীয় কাজটুকু করেছে, সেজন্য গর্বিত বোধ করতেন। আরও বলেছেন, গোটা জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। মনে খুব শান্তি, অনুপ্রেরণা পেলাম। আশা করব, সরকার ওঁদের দাবিগুলি শুনে ব্যবস্থা নেবে, সবাই প্রিয়জনেদের কাছে ফিরে যাবেন।
প্রায় ২ সপ্তাহ হতে চলল কৃষকরা রাস্তায় বসেছেন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে। ইতিমধ্যে অলিম্পিকে মেডেলজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ সহ বেশ কিছু ক্রীড়াবিদ কৃষকদের সমর্থনে নিজেদের পদক ফেরানোর সিদ্ধান্ত জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement