(Source: ECI/ABP News/ABP Majha)
Purba Burdwan: হনুমানের তাণ্ডব, ঘুম উড়েছে জামালপুরবাসীর
স্থানীয়রা জানাচ্ছেন, ইতিমধ্যেই হনুমানের আক্রমণে ২৫-৩০ জন আক্রান্ত হয়েছেন। গ্রামবাসীদের দাবি গত একমাস ধরে বেশ কয়েকটি বাঁদর গ্রামের মধ্যে উৎপাত করে বেড়াচ্ছে। তার মধ্যে একটি বাঁদর ক্ষেপে গিয়ে মানুষকে যত্রতত্র আক্রমণ করছে।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: হনুমানের তাণ্ডবে তটস্থ গ্রামবাসীরা। কার্যত গ্রামের ছোটো থেকে বড়রা লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছেন দিনরাত। দিনের বেলাতেই হনুমানের আতঙ্কে লাঠি হাতে ঘুরছেন মহিলারাও। কার্যত ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার গোকুল গ্রামের বাসিন্দাদের।
স্থানীয়রা জানাচ্ছেন, ইতিমধ্যেই হনুমানের আক্রমণে ২৫-৩০ জন আক্রান্ত হয়েছেন। গ্রামবাসীদের দাবি গত একমাস ধরে বেশ কয়েকটি বাঁদর গ্রামের মধ্যে উৎপাত করে বেড়াচ্ছে। তার মধ্যে একটি বাঁদর ক্ষেপে গিয়ে মানুষকে যত্রতত্র আক্রমণ করছে।
মূলত মহিলাদেরই আক্রমণ করছে। কাউকে কামড়ে দিচ্ছে তো, কাউকে আঁচরে দিচ্ছে। হনুমানের হঠাৎ করে আক্রমণে কার্যত দিশেহারা গ্রামবাসীরা। বন দফতরের টিম এলেও এখনও পর্যন্ত হনুমানটিকে ধরতে না পাড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা।
জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদারের জানান, বন দফতরের পক্ষ থেকে বারবার চেষ্টা চালিয়েও তারা হনুমানটিকে ধরতে পারেনি। তবে হনুমানটিকে ধরার জন্য বন দফতরের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে।