Puri Rath Yatra : পুরীতে রথযাত্রায় ভয়াবহ ঘটনা, হুড়োহুড়িতে পিষে যাওয়ার পরিস্থিতি, শত শত আহত, সঙ্কটে বেশ কয়েকজন
জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরে রথ টানার সময় এই দুর্ঘটনা ঘটে।

পুরী : রথযাত্রায় ভয়াবহ ঘটনা ঘটল পুরীতে । পদদলিত হয়ে ভয়ঙ্কর আহত হলেন ৫০০ জনেরও বেশি মানুষ। এদিন প্রতি বছরের মতোই পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। রথের রশিকে ছুঁতে হুড়োহুড়ি পড়ে যায়। তারই মধ্যে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরে রথ টানার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রতিবারের মতো এবারও শ্রী মন্দির থেকে যাত্রা শুরু করে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ। সূত্রের খবর, বহু ভক্তই রথের রশি ছোঁয়ার জন্য এগিয়ে আসে। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। জানা গিয়েছে, হাজার হাজার মানুষ ভগবান বলভদ্রের রথ টানার জন্য এগিয়ে যান। সেই সময় বিশৃঙ্খলা শুরু হয়, বলে খবর। কাতারে কাতারে মানুষ একদিকে ছুটতে থাকে। ভক্তদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। তারপরই মর্মান্তিক ঘটনা। অতিরিক্ত ভিড়ের ফলে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে শত শত মানুষ আহত হন। আহতদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসার পর সেরে উঠেছেন বলে খবর। তবে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । কমপক্ষে আটজন ভক্তের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
জনশ্রুতি আছে, স্নানযাত্রার পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তখন লেপ-কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। এই সময় গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। ভক্তরা দর্শন পান না দেবতার। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব, রথযাত্রার আগের দিন। সেই রীতি অনুযায়ী, বৃহস্পতিবার বলরাম, সুভদ্রা, জগন্নাথদেবকে নবযৌবন বেশ পরানো হয়। নবযৌবন বেশের পাশাপাশি রথযাত্রার আগের দিন হয় নেত্র উৎসব। রথযাত্রার শুরুতেই থাকে বলরামের রথ। বলরামকে বলা হয় গুরুর প্রতীক। এরপর সুভদ্রার রথ। সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। সবশেষে জগন্নাথের রথ। তিনি হলেন ঈশ্বরের প্রতীক। বলা হয়, গুরুর হাত ধরে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছনো যায়। প্রতিবারের মতো এ বারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ, জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন পদ্মধ্বজ। রথযাত্রার দিন বলরামের রথ বলভদ্রের তালধ্বজের রশি স্পর্শ করতে গিয়েই ঘটে বিশৃঙ্খলা। প্রায় পদদলিত হওয়ার উপক্রম হয়।






















