অত্যাধুনিক রাফালকে স্বাগত জানাতে তৈরি বায়ুসেনা: কোবিন্দ
নয়াদিল্লি: কেন্দ্র ও বিরোধীদের মধ্যে ক্রমবর্ধমান রাফাল-তরজার মধ্যেই বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়ে দিলেন, নতুন প্রজন্মের এই যুদ্ধবিমানকে স্বাগত জানাতে তৈরি ভারতীয় বায়ুসেনা। এদিন বাজেট অধিবেশনের সূচনা উপলক্ষ্যে এদিন যৌথকক্ষে বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপতি। সেখানে তিনি জানান, প্রতিরক্ষা প্রয়োজনীয়তাকে এক মুহূর্তের জন্য উপেক্ষা করলে, তা দেশের বর্তমান ও ভবিষ্যৎ-- উভয়ের ক্ষেত্রে তা ভয়ঙ্কর হবে। কোবিন্দ জানান, বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে এবং একইসঙ্গে ‘মেক ইন ইন্ডিয়া’-র আওতায় দেশে প্রস্তুত করার জন্য গত বছর যে সব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সবকটি প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করেছে এবং একইসঙ্গে সামরিক ক্ষেত্রে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। রাষ্ট্রপতি বলেন, বহু দশক পর, আগামী কয়েকমাসের মধ্যেই নতুন প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালকে স্বাগত জানাতে তৈরি ভারতীয় বায়ুসেনা। এই বিমানের ফলে, দেশের প্রতিরক্ষা ক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে। রাফালের পাশাপাশি, ২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইকেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। বলেন, সীমান্তপার গিয়ে সন্ত্রাসের লঞ্চপ্যাডগুলি ধ্বংস করে ভারত তার নতুন নীতি ও কৌশল প্রমাণ করেছে। তিনি মনে করিয়ে দেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে সর্বদা আগ্রহী ভারত। কিন্তু, যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রতিরক্ষাকে শক্তিশালী করাটাও জরুরি।