Bharat Jodo Nyay Yatra: জলপথে 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা', দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নৌকায় চেপে ব্রহ্মপুত্র পার রাহুল
Congress News: ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়ে ৬৭ দিন ধরে ১৪টি রাজ্য দিয়ে যাবেন রাহুল গান্ধী
জোরহাট (অসম) : ষষ্ঠ দিনে জলপথে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্য়ায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হয়ে জোরহাট থেকে মাজুলির পথে কংগ্রেস সাংসদ। দলের তরফে সোশাল মিডিয়ায় ছবি দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে নৌকায় চেপে ব্রহ্মপুত্র পেরোচ্ছেন কংগ্রেস সাংসদ।
युवाओं, महिलाओं, किसानों और मजदूरों के लिए..
— Congress (@INCIndia) January 19, 2024
देश की हर उस आवाज के लिए जिसे अपना हक चाहिए, न्याय चाहिए।
'भारत जोड़ो न्याय यात्रा' जारी है..
न्याय का हक, मिलने तक
📍असम pic.twitter.com/qmNehUNiRN
এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মামলা রুজু করেছে জোরহাট পুলিশ। অভিযোগ, প্রথমে যে রাস্তা দিয়ে এই যাত্রার পরিকল্পনা করা হয়েছিল তা থেকে অন্য রুট বেছে নেওয়া হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জোরহাটের এসপি মোহল লাল মীনা বলেন, 'কংগ্রেসের ভারত জোড়া ন্যায় যাত্রা নিয়ে কয়েকজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।'
#WATCH | Congress MP Rahul Gandhi's 'Bharat Jodo Nyay Yatra' travels on a boat across the Brahmaputra river from Nimati Ghat, Jorhat to Majuli pic.twitter.com/7qFgKTlaic
— ANI (@ANI) January 19, 2024
বৃহস্পতিবারই কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিক বৈঠকে অভিযোগ তুলেছিলেন, অসমে হিমন্ত বিশ্বশর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারত জোড়ো যাত্রার সাফল্যকে নীচু করে দেখাতে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা ২৫ জানুয়ারি পর্যন্ত অসমে থাকব। রাজ্য সরকার সমস্ত চেষ্টা করছে যাতে, এখানে ভারত জোড়ো যাত্রা সফল না হয়। অসম সরকার যাত্রার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের বিশ্বাস আছে, যুব ও মহিলা-সহ অসমের সব শ্রেণির মানুষই রাহুল গাঁধীর কী বলার আছে তা শুনবেন।
মণিপুর থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়ে ৬৭ দিন ধরে ১৪টি রাজ্য দিয়ে যাবেন রাহুল গান্ধী। পেরোবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। মহারাষ্ট্রে গিয়ে থামবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। দু’দফায়, পাঁচদিন ধরে, বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।