Rahul Gandhi Corona Positive: করোনা আক্রান্ত রাহুল গাঁধী
মৃদু উপসর্গ রয়েছে তাঁর। গতকাল করোনা আক্রান্ত হন মনমোহন সিংহও।
দিল্লি : করোনা আক্রান্ত রাহুল গাঁধী। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। আজ টুইট করে কোভিড পজিটিভ হওয়ার কথা নিজেই জানান। আবেদন করেন, যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা নিয়ম মেনে যেন সুরক্ষিত থাকেন এবং নিরাপদে থাকেন। গতকালই করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর সুস্থতা কামনা করে টুইট করেছিলেন রাহুল গাঁধী। আজ নিজেই আক্রান্ত হলেন।
ক্রমাগত বাড়ছে কোভিডের দ্বিতীয় ঢেউ। রোজ ছাপিয়ে যাচ্ছে দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে গত আঠেরোই এপ্রিল একটি টুইট করেন তিনি। লেখেন, সমস্ত জনসভা বাতিল করছেন। একইসঙ্গে সমস্ত রাজনৈতিক নেতা-নেত্রীর প্রতি তাঁর পরামর্শ ছিল, বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করার। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বড় জনসভা করার পরিণাম কী হতে পারে, সে ব্যাপারে গভীরভাবে ভাবতে পরামর্শ দেন। এর আগে রাজ্য়ে ভোটপ্রচারেও এসেছিলেন রাহুল গাঁধী। মাটিগাড়া-নকশালবাড়ি, গোয়ালপোখরে জনসভা করেন তিনি। পরে আরও জনসভায় তাঁর আসার কথা ছিল বলে খবর। তবে, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সব সভা বাতিল করেন।
এদিকে, রাহুল গাঁধী করোনা পজিটিভ জানার পর অনেকেই তাঁর সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মর্মে একটি টুইট করেন তিনি। রাহুল গান্ধির সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যকামনা করেন।
I pray for the good health and quick recovery of Lok Sabha MP Shri @RahulGandhi Ji.
— Narendra Modi (@narendramodi) April 20, 2021
দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। গত চব্বিশ ঘণ্টাতেও সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লক্ষের গণ্ডি। নাইট কার্ফু, আংশিক লকডাউনের পথে হেঁটেছে বেশকিছু রাজ্য। পয়লা মে থেকে আঠেরো বছরের ঊর্ধ্বে সবাই ভ্যাকসিন কর্মসূচির আওতায় আসবেন। এদিকে, পশ্চিমবঙ্গে লকডাউনের সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আর বড় কোনও সভা করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন।