Rahul Gandhi: মোদি-আদানি সংযোগ নিয়ে প্রশ্ন, রাহুলের ভাষণের সেই অংশই বাদ দিল সংসদ!
Narendra Modi-Gautam Adani: গুজরাত থেকে লুটিয়েন্স দিল্লি, গত দু'দশকে মোদি এবং গৌতম আদানির সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সরাসরি।
নয়াদিল্লি: 'ভারত জোড়ো যাত্রা' যে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে তাঁকে, একদিন আগেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা কারচুপি এবং জালিয়াতের অভিযোগ নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিঁধেছেন তিনি। গুজরাত থেকে লুটিয়েন্স দিল্লি, গত দু'দশকে মোদি এবং গৌতম আদানির (Gautam Adani) সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সরাসরি। কিন্তু মঙ্গলবার লোকসভায় রাহুলের সেই ভাষণে কাটছাঁট করা হয়েছে বলে এ বার অভিযোগ উঠল। কংগ্রেস সাংসদ খোদ এই অভিযোগ তুললেন (Rahul Gandhi)।
মোদি এবং আদানির সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের প্রেক্ষিতে বুধবার সংসদে ধন্যবাদ ভাষণ ছিল মোদির। তাতে হাজির থাকতে এ দিন দুপুরে সংসদে পৌঁছন রাহুল। সেই সময়ই সংবাদমাধ্যমে তাঁর ভাষণ থেকে মোদি-আদানির সমীকরণের অংশ বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন রাহুল। সংসদে ঢোকার মুখে প্রশ্ন ছুড়ে দেন রাহুল, "কেন আমার ভাষণ থেকে কথা বাদ দেওয়া হল?"
এ দিন লোকসভায় ভাষণ দেওয়ার সময় নাম না করে রাহুলকে কটাক্ষ করেন মোদি। তাঁর ভাষণে উৎফুল্ল হওয়া কংগ্রেস সাংসদদেরও নিশানা করেন। কিন্তু লোকসভার কক্ষে চারিদিকে 'আদানি আদানি' রব ওঠা সত্ত্বেও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে একটি শব্দও খরচ করেননি মোদি। তা নিয়ে এ দিন কটাক্ষ ছুড়ে দেন রাহুল। সংসদ থেকে বেরনোর সময় বলেন, "সোজা-সাপটা প্রশ্ন করেছিলাম (গৌতম আদানির সঙ্গে সমীকরণ নিয়ে)। উনি তার উত্তর দিলেন না। এতেই সত্য প্রমাণিত হয়ষ ওঁরা বন্ধু না হলে, তদন্তে রাজি হতেন! প্রতিরক্ষা ক্ষেত্রে ভুয়ো সংস্থা নিয়ে কোনও কথাই বললেন না।"
#WATCH | "Why my words were expunged?," says Congress MP Rahul Gandhi as he arrives in Parliament in the middle of PM's speech during motion of thanks to President's address, in Lok Sabha pic.twitter.com/rIcLV1REHk
— ANI (@ANI) February 8, 2023
আরও পড়ুন: Narendra Modi: আদানি প্রশ্নে মৌন মোদি, কেন টানলেন 'বিনামূল্যে রেশন পাওয়া মানুষে'র প্রসঙ্গ
প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে আদানি পসার বাড়িয়েছেন বলে একদিন আগেই সংসদে সরব হয়েছিলেন রাহুল। এ দিনও একই সুর ধরা পড়ে তাঁর গলায়। বলেন, "একটা বিষয় পরিষ্কার, প্রধানমন্ত্রী ওঁকে বাঁচাচ্ছেন। জাতীয় নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয় জড়িয়ে। প্রধানমন্ত্রীর মুখ খোলা উচিত ছিল। কিন্তু উনি কিছু বললেন না।"
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি থেকে জালিয়াতি, ভূরি ভূরি অভিযোগ
আমেরিকার হিন্ডেনবার্গ সংস্থা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি থেকে জালিয়াতি, ভূরি ভূরি অভিযোগ সামনে এনেছে। তার পর থেকেই উত্তাল দেশের শেয়ার বাজার থেকে রাজনীতি। তা নিয়ে মঙ্গলবার সরাসরি মোদিকে কাঠগড়ায় তোলেন রাহুল। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আদানি যে ভাবে পাশে ছিলেন, প্রধানমন্ত্রী হয়ে মোদি দেশকে বিপদে ফেলে তারই ঋণ শোধ করছেন বলে মন্তব্য় করেন। শুধু তাই নয়, আদানিকে সুবিধে করে দিতে মোদি সরকার শুধু দেশের আইন-কানুনেই পরিবর্তন ঘটায়নি, বিদেশনীতিতেও রদবদল ঘটিয়েছে বলে দাবি করেন রাহুল।