Rahul Gandhi: সাভারকরের মানহানির অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে মামলা পৌত্রের, রাহুলকে তলব করল আদালত
Vinayak Damodar Savarkar: আগামী ২৩ অক্টোবর রাহুলকে হাজির হতে বলেছে আদালত।
নয়াদিল্লি: মানহানি মামলায় আবারও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে তলব। রাহুলকে তলব করল মহারাষ্ট্রের পুণের একটি আদালত। বিনায়ক দামোদর সাভারকরের প্রপৌত্রের দায়ের করা মামলা রাহুলকে হাজির হতে বলা হল। গত বছর ব্রিটেন সফরে গিয়েছিলেন রাহুল। সেখানে তিনি সাভারকর সম্পর্কে 'আপত্তিজনক' মন্তব্য করেন বলে অভিযোগ করেন সাভারকর-পৌত্র। দায়ের করেন মানহানির মামলা। (Rahul Gandhi)
আগামী ২৩ অক্টোবর রাহুলকে হাজির হতে বলেছে আদালত। ২০২৩ সালের এপ্রিল মাসে রাগুলের বিরুদ্ধে পুণে ম্যাজিস্ট্রেট কোর্ডে মামলাটি দায়ের করেন সাভারকরের ভাইপোর ছেলে। ২০২৩ সালেরই ৫ মার্চ লন্ডনে একটি সভায় বক্তৃতা করার সময় রাহুল সাভারকরকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন বলে অভিযোগ জানান সাত্যকি সাভারকর। বার বার রাহুল সাভারকরকে অপমান করছেন বলে দাবি করেন তিনি। ( Vinayak Damodar Savarkar)
নতুন কিছু তথ্য এবং ইউটিউব ভিডিও-ও আদালতে পেশ করেছেন সাত্যকি। সাত্যকির দাবি, লন্ডনে গিয়ে রাহুল জানিয়েছেন, সাভারকর নাকি একটি বই লিখেছিলেন, যাতে বন্ধুদের সঙ্গে মিলে এক সংখ্যালঘুকে পেটানো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। সাভারকরের আচরণ কাপুরুষোচিত কি না, তা-ও জানতে চান রাহুল। কিন্তু সাত্যকির দাবি, ওই ধরনের কোনও বই লেখেনইনি সাভারকর। তেমন কোনও ঘটনাও ঘটেনি। তাই রাহুলের বিরুদ্ধে আদালতে গিয়েছেন তিনি। ক্ষতিপূরণও দাবি করেছেন।
সাত্যকির বক্তব্য, "ইচ্ছাকৃত ভাবে সাভারকরের বিরুদ্ধে অকল্পনীয় অভিযোগ এনেছেন রাহুল। অসত্য জেনেও সাভারকরের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই ওই ধরনের মন্তব্য করে চলেছেন। সাভারকরের বদনাম করছেন, সাভারকরের মানহানি করছেন উনি। সাভারকরের পরিবারের আবেগে আঘাত হানছেন রাহুল।" সাভারকরর অবমাননার জন্য রাহুলকে আইনের সর্বোচ্চ ধারায় শাস্তি দিতে হবে, পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলেও আদালতে দাবি জানান সাত্যকি।
সাভারকরের মানহানির অন্য একটি মামলাতেও সম্প্রতি রাহুলকে সম্প্রতি তলব করে নাসিকের আদালত। একটি অলাভজনক সংস্থার ডিরেক্টর রাহুলের বিরুদ্ধে মামলাটি করেন। ২০২২ সালের নভেম্বর মাসে হিঙ্গোলিতে সাংবাদিক বৈঠকে সাভারকরকে নিয়ে রাহুল যে মন্তব্য করেন, তা অবমাননাকর বলে দাবি করেন ওই NGO-র ডিরেক্টর। তাঁর দাবি, সাভারকরকে নিয়ে যে মন্তব্য করেছেন রাহুল, যে অঙ্গভঙ্গি করেছেন, তাতে সমাজে সাভারকরের অবমাননা হয়েছে।