(Source: Poll of Polls)
Assam CM on Rahul Gandhi: 'রাহুল গান্ধীকে তাঁর জাত জানাতে হবে যদি...', বিতর্ক উস্কে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর
Caste Row: মঙ্গলবারই, লোকসভায় বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তাঁকে 'অপমান' করেছেন।
গুয়াহাটি : 'জনগণনা হলে ওঁকে জাত-পরিচয় প্রকাশ করতে হবে।' এবার রাহুল গান্ধীকে বিঁধলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবারই, লোকসভায় বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তাঁকে 'অপমান' করেছেন। এবার আক্রমণ শানালেন অপর এক বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, "আগে রাহুল গান্ধী সাংবাদিকদের জাত জানতে চাইতেন। এখন যখন মানুষ তাঁকে তাঁর জাত সম্বন্ধে জানতে চাইছেন, তখন তাঁর সমস্যা রয়েছে। জাত না জানতে চাইলে কি জনগণনা করা যাবে ? উনি বলছেন আমি জনগণনা করাব, কিন্তু আমার কী জাত তা বলব না। সেটা কী করে সম্ভব ? আদমসুমারি হলে রাহুল গান্ধী কোন জাতের তা জানাতে হবে।"
এর আগে অনুরাগ ঠাকুর বলেছিলেন, "যাঁদের জাত জানা যায়নি, তাঁরাই জনগণনার কথা বলছেন। আমি অধ্যক্ষকে মনে করিয়ে দিতে চাই, প্রাক্তন এক প্রধানমন্ত্রী RG-1 (রাজীব গান্ধী) OBC সংরক্ষণের বিরোধিতা করেছিলেন।"
এর উত্তরে রাহুল গান্ধী বলেছিলেন, "যে-ই আদিবাসী, দলিত ও পিছিয়েপড়া মানুষের কথা তুলেছেন, তাঁকেই হেনস্থা করা হয়েছে। আমি এই হেনস্থা গ্রহণ করছি...অনুরাগ ঠাকুর আমাকে হেনস্থা ও অপমান করেছেন, কিন্তু কোনও ক্ষমাপ্রার্থনা চাই না।"
এই পরিস্থিতিতে রাহুলের পক্ষে দাঁড়িয়ে সরব হন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি অনুরাগকে প্রশ্ন করেন, কাউকে কীভাবে তাঁর জাত সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারেন কেউ । তিনি বলেন, "একবার আমি মন্দিরে গিয়েছিলাম। আমাকে সেখানে পুজো-যজ্ঞ করতে দেওয়া হয়নি। আমি বেরিয়ে যাওয়ার পর ধোয়া হয়েছিল মন্দির, যা ভুলতে পারিনি আজও। আমি বেরিয়ে যাওয়ার পর গঙ্গাজল দিয় ধোয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর বাসভবনও। যখন চাঁদের মাটি ছোঁয়ার চেষ্টা করছি আমরা, দেশের ডিজিটালকরণ নিয়ে কথা বলছি, সেই সময় সংসদে দাঁড়িয়ে কি কারও জাত নিয়ে প্রশ্ন তোলা যায়?"
যদিও লোকসভায় অনুরাগের ভাষণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, অনুরাগের কথা সকলের শোনা উচিত। বিরোধী শিবিরের নোংরা রাজনীতির পর্দাফাঁস করেছেন তিনি। সেই নিয়ে মোদিরও সমালোচনা করেন গৌরব। তাঁর কথায়, "দলিত, আদিবাসী, OBC-দের অপমান করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে প্রধানমন্ত্রী ওই মন্তব্যের প্রশংসা করেন এবং সোশ্যাল মিডিয়ায় অনুরাগের ভাষণ সকলের সঙ্গে শেয়ারও করেন।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।