এক্সপ্লোর
করোনার ধাক্কা ভারতীয় রেলে, ৫০ % শূন্যপদ বিলোপের নির্দেশ
রেলওয়ের এমন কিছু পদ এখনও শূন্য, যা সুরক্ষার স্বার্থে বিলোপ করা ঠিক নয়, বলে মনে করছে রেল।

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে সব শূন্যপদে আপাতত নিয়োগ স্থগিত রাখল ভারতীয় রেলওয়ে। আর্থিক ব্যয়ে রাশ টানতে ৫০ শতাংশ শূন্যপদ বিলোপের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু রেলওয়ের এমন কিছু পদ এখনও শূন্য, যা সুরক্ষার স্বার্থে বিলোপ করা ঠিক নয়, বলে মনে করছে রেল। তাই রেলে সুরক্ষা বাদে নতুন কোনও পদ সৃষ্টি করা হবে না।সুরক্ষার সঙ্গে যুক্ত পদগুলিতে নিয়োগ স্থগিত হবে না। বাকি ৩ হাজার ৬৮১ শূন্যপদ বিলোপের প্রক্রিয়া শুরু হবে। করোনা পরিস্থিতিতে রেলে কঠোরভাবে ব্যয়সঙ্কোচ করা হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে সব জোনের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছে রেল বোর্ড। এজিএম চিঠি দিয়েছেন সব ডিআরএম-দের। এই নির্দেশ পেয়েই দক্ষিণ-পূর্ব রেল ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ভারতীয় রেলওয়ে দেশের অন্যতম নিয়োগকারী প্রতিষ্ঠান। তাই এই ঘোষণা চাকরীপ্রার্থীদের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















