এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্র সরকারের চিঠি, ২১ শে থেকে লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের চড়ার অনুমতি রেলের, ঘোষণা গয়ালের
ট্যুইটে তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মহিলা যাত্রীদের ২১ অক্টোবর থেকে সকালে ১১টা থেকে বেলা তিনটে এবং সন্ধ্যা সাতটার পর শহরতলির ট্রেনে চাপার অনুমতি দিচ্ছে রেল।
নয়াদিল্লি: লেডিস ফার্স্ট। সবার প্রথম প্রমীলাবাহিনী। ভারতীয় রেল ঘোষণা করল, মহারাষ্ট্রে ২১ অক্টোবর থেকে লোকাল ট্রেন চলবে। প্রথম ধাপে শুধু মহিলা যাত্রীদের শহরতলির ট্রেনে চাপার অনুমতি দেওয়া হবে। রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে এই সিদ্ধান্ত জানিয়েছেন। ট্যুইটে তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মহিলা যাত্রীদের ২১ অক্টোবর থেকে সকালে ১১টা থেকে বেলা তিনটে এবং সন্ধ্যা সাতটার পর শহরতলির ট্রেনে চাপার অনুমতি দিচ্ছে রেল। আমরা সবসময়ই প্রস্তুত ছিলাম এবং আজ মহারাষ্ট্র সরকারের তরফে চিঠি পাওয়ার পর আমরা এই যাত্রায় সবুজ সঙ্কেত দিয়েছি। এখনও পর্যন্ত কোভিড-১৯ অতিমারীর আবহাওয়ায় অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন সমেত একেবারে সীমিত ক্ষেত্রের যাত্রীদেরই লোকাল ট্রেনে যাতায়াতের অনুমোদন রয়েছে।
I am happy to announce that Railways will allow women to travel on suburban trains from 21 Oct between 11 am to 3 pm & after 7 pm. We were always ready and with the receipt of letter from Maharashtra Govt today, we have allowed this travel.
— Piyush Goyal (@PiyushGoyal) October 20, 2020
এদিকে বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকে বলেছে, দিনের নন-পিক আওয়ারে অর্থাত্ যখন সবচেয়ে বেশি হওয়ার সময় নয়, তখন ভেন্ডর, দিনমজুরি করে পেট চালানো লোকজন ও দোকান কর্মচারীদের লোকাল ট্রেনে যাত্রার অনুমতি দেওয়ার বিষয়টি যেন তারা খতিয়ে দেখে। অভাবী লোকজনেদের অস্তিত্বরক্ষার প্রশ্ন এটা, বলেছে তারা। আদালতের আরও প্রস্তাব, যাত্রীসংখ্যা যত বাড়বে, পরিষেবা ক্ষেত্র যত বেশি নতুন করে চালু হবে, তার সঙ্গে তাল রেখে দৈনিক লোকাল ট্রেন পরিষেবাও বাড়ানো হোক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement