Raja Raghuvanshi Murder : 'ওর সঙ্গে সব সম্পর্ক শেষ, আমরা রাজার হয়ে লড়ব', সোনমের ফাঁসির দাবি তুললেন তার দাদা-ই
নিহত রাজা রাজবংশীর ইন্দোরের বাড়িতে গিয়ে সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করলেন সোনমের দিদি গোবিন্দ।

ইন্দোর : "এখনও পর্যন্ত যেসব প্রমাণ পাওয়া গেছে, তাতে আমি নিশ্চিত যে ও (সোনম রাজবংশী) এই খুন করেছে। এই মামলায় সব অভিযুক্ত রাজ কুশওয়ার সঙ্গে যুক্ত। আমরা সোনম রাজবংশীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। রাজার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।" নিহত রাজা রাজবংশীর ইন্দোরের বাড়িতে গিয়ে সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করলেন সোনমের দাদা গোবিন্দ।
#WATCH | Indore, MP: At the residence of Raja Raghuvanshi, Sonam Raghuvanshi's brother Govind says "According to the evidence found so far, I am 100% sure that she has committed this murder. All the accused in this case are related to Raj Kushwaha. We have broken our ties with… pic.twitter.com/9DCGQvNd0D
— ANI (@ANI) June 11, 2025
দৃঢ় কণ্ঠে তিনি জানিয়েও দিলেন, "সোনম যদি অপরাধী হয়, ওকে ফাঁসি দেওয়া হোক।" তাঁর সংযোজন, "সোনম এখনও পর্যন্ত অপরাধ স্বীকার করেনি। কোনো যোগাযোগ হয়নি...আমরা ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি...আমরা রাজার হয়ে লড়াই করব।"
#WATCH | Raja Raghuvanshi murder case | In Indore (MP), Sonam Raghuvanshi's brother Govind says, "Sonam has not considered herself guilty. There has been no contact...We have severed all ties with her...We will fight on behalf of Raja (Raghuvanshi)..." pic.twitter.com/B0sPoo8lKz
— ANI (@ANI) June 11, 2025
রাজার দাদা বিপিন রঘুবংশী বলেন, "গোবিন্দের আমার সঙ্গে যোগাযোগ ছিল। ও বলেছিল যে আমাদের বাড়িতে আসবে এবং ও স্বীকার করতে চায় যে ওর বোন ভুল করেছে। গোবিন্দ বলতে চেয়েছিল ওর বোন (সোনম)-যে ভুল করেছে তার জন্য ওকে ফাঁসি দেওয়া হোক।"
#WATCH | Indore, MP: Raja Raghuvanshi murder case: Vipin Raghuvanshi, brother of Raja Raghuvanshi, says, "Govind (Sonam Raghuvanshi's brother) was in touch with me. He told me that he will be coming to my house and he wants to confess that his sister made a mistake. He wanted to… pic.twitter.com/FC1KDK22u9
— ANI (@ANI) June 11, 2025
স্বামী রাজা রঘুবংশীকে খুন করলে আততায়ীদের ২০ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল সোনম। এমনই অভিযোগ উঠছে। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের এমনই খবর। প্রাথমিকভাবে নাকি ভাড়াটে খুনিদের ৪ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল সোনম। পরে সেই টাকার পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ টাকা করে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, হায়ার করার সঙ্গে সঙ্গে তাদের ১৫হাজার টাকা ক্যাশও নাকি দিয়ে দিয়েছিল। স্বামীকে হত্যা-পরিকল্পনা বাস্তবায়িত হলে বাকি টাকাও মিটিয়ে দেওয়ার কথা জানায় সোনম। যদিও এইসব দাবির সত্যতা বিচার করছে পুলিশ।


















