Rajasthan on Covid19: গোমূত্র, কাঁচা দুধ এবং গঙ্গার জলের মিশ্রণ ছিটিয়ে করোনাভাইরাস 'তাড়াচ্ছেন' গ্রামবাসীরা
এই টোটকা নিতেই নিয়মও ভেঙেছেন গ্রামবাসীরা। কোভিডের যাবতীয় নিয়মবিধি উপেক্ষা করে এদিন কয়েকশো লোকের জমায়েত করেছেন।
রাজস্থান: করোনার দ্বিতীয় ঢেউ-এ জেরবার গোটা দেশ। তবে তার মাঝেই এই অদ্ভুত ছবি। গোমূত্র, কাঁচা দুধ দিয়েই করোনা ভাইরাসে তাড়ানোর অভিনব উপায় বাতলে ফেলেছে রাজস্থানের এই গ্রাম। অন্তত এমনটাই দাবি করছেন এই গ্রামের বাসিন্দারা। রাজস্থানের পালি জেলার আকেলি গ্রামের ঘটনা। গ্রামবাসীদে দাবি, করোনা ভাইরাস তাড়াতে কোনও ওষুধ বা ভ্যাকসিন নয়, লাগবে স্রেফ গোমূত্র, কাঁচা দুধ এবং গঙ্গার পবিত্র জল। এই তিনটির মিশ্রণ চারদিকে ছড়িয়ে দিলে নাকি কারও ধারে কাছেও ঘেঁষতে পারবে না কোভিড ভাইরাস। আর চোখ-কান বন্ধ করে এমনটাই বিশ্বাস করছেন গ্রামবাসীরা।
শেষ নয় এখানেও। এই টোটকা নিতে নিয়মও ভেঙেছেন গ্রামবাসীরা। কোভিডের যাবতীয় নিয়মবিধি উপেক্ষা করে এদিন কয়েকশো লোকের জমায়েত করেছেন এবং জাঁকজমক করে পালন হয়েছে গোমূত্র, দুধ এবং গঙ্গাজলের মিশ্রণ ছড়ানোর রীতি।
গত শনিবার রাত ১২ টা নাগাদ আকেলি গ্রামের সীমান্তে এসে জমায়েত করেন কয়েকশো মানুষ। তারপর ওই তিন উপাদান মিশিয়ে সেই মিশ্রণ গ্রামের সীমানা বরাবর ৩ কিলোমিটার রাস্তায় ছড়িয়ে দেন তাঁরা। ১২ টা থেকে শুরু হয়ে ভোর ৩টে পর্যন্ত চলে এই গোটা কর্মকাণ্ড। এই রীতি পালনের সময় কেউই কোভিড নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখেননি। এমনকি বেশিরভাগ গ্রামবাসীর মুখেই মাস্ক ছিল না বলে প্রশাসনসূত্রে খবর।
যে এলাকায় এই ঘটনা ঘটেছে, তা জেলা সদর দফতর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। তা সত্ত্বেও কেন এত মানুষের জমায়েত হতে দিল প্রশাসন, সে প্রশ্ন উঠছে। কোথায় ছিল প্রশাসনিক আধিকারিকরা তা নিয়েও প্রশ্ন উঠেছে। শুধু কোভিডের ক্ষেত্রেই নয়, গ্রামবাসীরা জানাচ্ছেন, গ্রামের বহু জায়গাতেই এই চল রয়েছে। গোমূত্র, দুধ এবং গঙ্গাজল দিয়ে যে কোনও রোগ তাড়ানোর রীতি এই গ্রামে নাকি বহু পুরনো। দিনের পর দিন এটাই বিশ্বাস করে আসছেন তাঁরা।
এটি রাজস্থানের সংশ্লিষ্ট গ্রামবাসীদের দাবি, এর পিছনে কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। এবিপি লাইভ বাংলা এই দাবি প্রসঙ্গে কোনও মতামত ব্যক্তও করে না