Rajasthan political crisis live updates: স্পিকারের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত নোটিসের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে পায়লট, অনুগামী ১৮ এমএলএ, শুনানি বেলা তিনটেয়
উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝামেলার মধ্যেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট আজ সর্বদল বিধায়ক বৈঠক ডেকেছেন। তাঁর অভিযোগ, বিজেপি রাজস্থানের কংগ্রেস বিধায়কদের প্রলুব্ধ করার চেষ্টা করছে কিন্তু তাঁরা একজোট রয়েছেন।
LIVE
Background
নয়াদিল্লি: সম্ভবত আজই বিজেপিতে যোগ দেবেন কংগ্রেসের বিদ্রোহী নেতা, রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট। গতকাল তিনি দেখা করেছেন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে। জয়পুরে ফিরে গিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বে সর্বদলের বিধায়কদের বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, অনুগত কয়েকজন বিধায়ক নিয়ে সচিন দিল্লি আসেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর সঙ্গে দেখা করতে। রাজস্থান কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কোণঠাসা হয়ে পড়া নিয়ে আলোচনা চাইছিলেন তিনি। কিন্তু শোনা যাচ্ছে, রাহুল তাঁকে নির্দেশ দিয়েছেন, জয়পুর ফিরে গিয়ে গেহলটের অধীনে কাজ করতে, দলের শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে। তবে সচিন সিদ্ধান্ত নিয়েছেন, কোনওভাবেই তিনি বিধায়কদের বৈঠকে যোগ দেবেন না, তাঁর দাবি, তাঁর সঙ্গে ৩০ জন বিধায়কের সমর্থন আছে।
উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝামেলার মধ্যেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট আজ সর্বদল বিধায়ক বৈঠক ডেকেছেন। তাঁর অভিযোগ, বিজেপি রাজস্থানের কংগ্রেস বিধায়কদের প্রলুব্ধ করার চেষ্টা করছে কিন্তু তাঁরা একজোট রয়েছেন। তাঁর আরও অভিযোগ, তাঁর সরকার যখন করোনাভাইরাসের সঙ্গে লড়তে ব্যস্ত, তখন বিজেপি রাজনীতি করে কংগ্রেস বিধায়কদের কেনার চেষ্টা করছে।