এক্সপ্লোর
বাড়ছে করোনা সংক্রমণ, ১ সপ্তাহের জন্য সীমান্ত সিল করল রাজস্থান
রাজস্থান পুলিশের ডিরেক্টর জেনারেল (আইন ও শৃঙ্খলা) এম এল লাথের এক আদেশে জানিয়েছেন, অন্য কোনও রাজ্য থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া কেউ রাজস্থানে প্রবেশ করতে পারবে না, পাস ছাড়া রাজ্য থেকে বেরনোও যাবে না।

জয়পুর: বুধবার থেকে এক সপ্তাহ বন্ধ থাকছে রাজস্থানের সঙ্গে তার প্রতিবেশী রাজ্যগুলির সীমান্ত। রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সীমান্ত সিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজস্থানে ক্ষমতাসীন অশোক গেহলট সরকার। রাজ্যে প্রবেশ ও রাজ্য থেকে বেরনোর ওপর নিয়ন্ত্রণ চালু করবে প্রশাসন। রাজস্থান পুলিশের ডিরেক্টর জেনারেল (আইন ও শৃঙ্খলা) এম এল লাথের এক আদেশে জানিয়েছেন, অন্য কোনও রাজ্য থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া কেউ রাজস্থানে প্রবেশ করতে পারবে না, পাস ছাড়া রাজ্য থেকে বেরনোও যাবে না। এব্যাপারে সর্বস্তরের আইজি, এসপি, কমিশনার ও ডেপুটি কমিশনারদের নির্দেশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। তাঁদের অবিলম্বে সীমান্ত এলাকায় চেক পোস্ট বসাতে বলা হয়েছে, যা আগামী সাতদিন বহাল থাকবে। রাজস্থান ও অন্য রাজ্যগুলিতে ঢোকা-বেরানোর সব রুটের পাশাপাশি সব রেল স্টেশন ও বিমানবন্দরেও চেক পোস্ট বসানো হবে বলে জানানো হয়েছে আদেশনামায়। আরও বলা হয়েছে, জেলা কালেক্টর ও পুলিশ সুপারদের পাস দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, একমাত্র হাসপাতালে ভর্তি বা মৃত্যুর মতো জরুরি ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ থেকে ছাড় মিলবে। ঘটনাচক্রে রাজস্থানে বুধবার সকালে পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, নতুন ১২৩টি ঘটনা মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১১৩৬৮টি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















