India-Pakistan Conflict: সন্ত্রাসদমনে রাষ্ট্রপুঞ্জে গুরুদায়িত্ব পাকিস্তানকে, রাজনাথের প্রশ্ন, ‘বিড়াল দুধ পাহারা দেবে?’
Rajnath Singh: সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন প্য়ানেলের ভাইস চেয়ার পদটি দেওয়া হয় পাকিস্তানকে।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরও মোটা টাকার ঋণ পেয়েছে পাকিস্তান। এমনকি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন প্য়ানেলেও জায়গা দেওয়া হয়েছে তাদের। সেই নিয়ে এবার রাষ্ট্রপুঞ্জের সমালোচনা করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। ৯/১১ হামলার পর ওই সন্ত্রাস দমন প্যানেল গঠিত হয়। আর ৯/১১ হামলার মাথা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে ঢুকেই নিকেশ করে আমেরিকার সেনা। তাই ওই প্যানেলে পাকিস্তানকে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনাথ।
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন প্য়ানেলের ভাইস চেয়ার পদটি দেওয়া হয় পাকিস্তানকে। যে পাকিস্তানের বিরুদ্ধে বরাবর সন্ত্রাসে মদত জোগানোর অভিযোগ উঠে আসছে, তাদের সন্ত্রাস দমন বিভাগে গুরুত্বপূর্ণ পদে রাখা নিয়ে প্রশ্ন ওঠে গোড়াতেই। মঙ্গলবার দেহরাদূণের জনসভা থেকেও সেই নিয়ে প্রশ্ন তুললেন রাজনাথ। পাকিস্তানকে ‘সন্ত্রাসের জনক’ বলেও উল্লেখ করেন তিনি।
ওই সভায় রাজনাথ বলেন, “আমি যেটুকু বুঝি, সন্ত্রাসবাদের মতো গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক সংস্থার উপর গুরুদায়িত্ব ন্যস্ত। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল, বর্তমানে রাষ্ট্রপুঞ্জের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তানকে সন্ত্রাস দমন প্যানেলের ভাইস চেয়ার পদ দেওয়া হয়েছে। ৯/১১ হামলার পর ওই প্যানেল গড়ে ওঠে। আমরা জানি, ৯/১১ হামলা কে করেছিল। কারও জানতে বাকি নেই যে, ওই হামলার মাস্টারমাইন্ডকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান।”
पाकिस्तान को Counter-Terrorism Panel का उपाध्यक्ष बनाना, बिल्ली से दूध की रखवाली कराने जैसा है।
— Rajnath Singh (@rajnathsingh) June 10, 2025
Global community और United Nations जैसी संस्थाओं को आतंकवाद जैसे मुद्दों पर और भी गंभीरता से सोचने की जरूरत है। pic.twitter.com/bow8534ghm
রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্তের সমালোচনা করে রাজনাথ আরও বলেন, “অর্থাৎ বিড়ালকে দুধ পাহারা দিতে বলা হল। পাকিস্তানকে সন্ত্রাসদমন বিভাগের ভাইস চেয়ার করার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। এটা নিয়ে ভাবনাচিন্তা করা দরকার। সন্ত্রাসের মতো গুরুতর সমস্যা নিয়ে রাষ্ট্রপুঞ্জের এহেন অবস্থানে প্রশ্ন উঠছে। পাকিস্তানের মাটিকে বরাবর ব্যবহার করে এসেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি। মাসুদ আজহার, হাফিজ সইদের মতো ঘোষিত সন্ত্রাসবাদীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় সেখানে, বিষোদ্গার করে বেড়ায়। তাদের রাষ্ট্রপুঞ্জের ভাইস চেয়ারম্যান করা হবে?”
সন্ত্রাসের প্রশ্নে রাজনাথ এদিন তীব্র আক্রমণ করেন পাকিস্তানকে। পাকিস্তানের মতো দেশ, যারা লাগাতার সন্ত্রাসে মদত জুগিয়ে আসছে, সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় জুগিয়ে আসছে, আন্তর্জাতিক মহলের সামনে তাদের মুখোশ টেনে খুলে দেওয়া উচিত। এদিন পাকিস্তানের বিরুদ্ধে চালানো Operation Sindoor-এরও ভূয়সী প্রশংসা করেন রাজনাথ। ভারতের ইতিহাসে এই প্রথম সন্ত্রাসের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ করা হল বলে মত তাঁর। শুধু তাই নয়, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরই সন্ত্রাস ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকারের আচরণে বড় পরিবর্তন এসেছে বলেও দাবি করেন রাজনাথ।






















