Operation Sindoor Reactions: 'ভারতীয় সেনা হনুমানজীর মতো হামলা করেছে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে', অপারেশন সিঁদুরের পরে মন্তব্য রাজনাথ সিংহের
Rajnath Singh on Operation Sindoor: 'অপরেশন সিদুঁর'-এর পরে আজ সাংবাদিক বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে তিনি বলেন, 'কোনও নাগরিকের বাড়িতে হামলা হয়নি'

কলকাতা: মধ্যরাতে ভারতের প্রত্যাঘাত। কাশ্মীরে বেছে বেছে হিন্দু ভারতীয়দের সিঁদুর মুছে দেওয়ার বদলা নিল ভারত। 'অপরেশন সিদুঁর'-এ গুঁড়িয়ে গেল পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। পাক পাঞ্জাবের বাহাওয়ালপুরে জইশের সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতের আন্তর্জাতিক সীমানা থেকে ১০০ কিলোমিটার ভিতরে ছিল জঙ্গি ঘাঁটি। বাহাওয়ালপুরে জইশ হেডকোয়ার্টার থেকেই পহেলগাঁওতে গণহত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এখানেই হামাস কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছিল জইশ শীর্ষ নেতৃত্ব। জঙ্গিদের আরেক ঠিকানা মুরিদকে, এখানেই লস্করের সদর দফতর। জম্মুর সাম্বা সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে মুরিদকে। এই মুরিদকে-র জঙ্গি ঘাঁটি থেকেই ২৬/১১ মুম্বই হামলার ছক কষা হয়েছিল। জঙ্গিদের ঘাঁটি গুলপুরেও এয়ারস্ট্রাইক ভারতের। এই ঘাঁটি থেকেই ২০২৩-এ পুঞ্চে জঙ্গি হামলার পরিকল্পনা করা হয়েছিল। পুঞ্চ-রাজৌরি থেকে ৩০ কিলোমিটার ভিতরে গুলপুর জঙ্গি ঘাঁটি। তংধার সেক্টর থেকে ৩০ কিলোমিটার ভিতরে POK-র সওয়াইয়ে জঙ্গি ঘাঁটিও ধ্বংস। এই জঙ্গি শিবির লস্কর ই তৈবা চালাত।
কী বলছেন রাজনাথ সিংহ?
'অপরেশন সিদুঁর'-এর পরে আজ সাংবাদিক বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে তিনি বলেন, 'কোনও নাগরিকের বাড়িতে হামলা হয়নি। সতর্কতা, মানবিকতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনা। কাল রাতে ভারতীয় সেনা ইতিহাস তৈরি করল। ভারতীয় সেনা দেশের মাথা উঁচু করেছে। পাকিস্তানকে কড়া জবাব ভারতের। মানবিকতার সঙ্গে কাজ করেছে ভারতীয় সেনা। নিরীহদের যারা হত্যা করেছে, তাদের ওপরই হামলা হয়েছে। প্রত্যাঘাতের অধিকার থেকেই জবাব ভারতের। যা লক্ষ্য ছিল তা পূরণ করেছে ভারত। আমরা হনুমানজীর আদেশ পালন করেছি। ভারতীয় সেনা হনুমানজীর মতো হামলা করেছে। ভারতীয় সেনার প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। আমরা তাদেরই মেরেছি, যারা নির্দোষদের হত্যা করেছে। এবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে।'
কী বলছেন প্রধানমন্ত্রী?
অন্যদিকে, পাকিস্তানকে প্রত্যাঘাত, আমেরিকা-সহ বিভিন্ন দেশের সঙ্গে কথা ভারতের। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ও বিদেশ সচিবের সঙ্গে কথা অজিত ডোভালের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, জাপানের NSA-র সঙ্গেও কথা। রাশিয়ার NSA-র সঙ্গেও কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। পহেলগাঁও গণহত্যার পর প্রত্যাঘাত ভারতের। প্রত্যাঘাতের পর সীমান্তে সতর্কতা জারি ভারতের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক অমিত শাহের। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ডিজিপি ও মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
'সবার জন্য গর্বের দিন', পহেলগাঁও-প্রত্যাঘাত নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মোদির। প্রত্যাঘাতের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে মন্ত্রিসভার সামনে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। এয়ারস্ট্রাইকের জন্য বাহিনীর প্রশংসায় গোটা মন্ত্রিসভা। রাষ্ট্রপতিভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর। কাল সকাল ১১টায় সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার





















