Betting App Case: মোটা টাকার বিনিময়ে Betting App-এর প্রচার, পথে বসছেন সাধারণ মানুষ, তারকাদের বিরুদ্ধে মামলা
Illegal Betting App: বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

হায়দরাবাদ: জুয়ার অ্যাপের (Betting App) বিজ্ঞাপন করায়, ওই সব অ্যাপের প্রচার করায় মামলায় নাম জড়াল তাবড় তারকাদের। মামলায় দায়ের হয়েছে দক্ষিণ ভারতের তারকা রানা ডগ্গুবটি, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মীদের বিরুদ্ধে। ব্যবসায়ী ফণীন্দ্র শর্মা সেই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। আর তার পরই মামলা দায়ের হয়, যাতে সবমিলিয়ে ২৫ জন তারকার নাম রয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মামলাটি দায়ের হয়েছে তেলঙ্গানায়। (Betting App Case)
বেআইনি Betting App-এর বিজ্ঞাপনী প্রচারে অংশ নেওয়ায় মামলা দায়ের হয়েছে প্রণীতা, নিধি আগরওয়াল, অনন্যা নাগল্লা, শ্রী হনুমন্তু, শ্রীমুখী, বর্ষিণী সৌন্দরাজন, বসন্ত কৃষ্ণন, শোভা শেট্টি, অমৃতা চৌধরি, নয়নী পাবণী, পাণ্ডু, পদ্মাবতী, ইমরান খান, বিষ্ণুপ্রিয়া, হর্ষ সাই, সানি যাদব, শ্যামলা, টেস্টি তেজাদের মতো তারকা, ইনফ্লুয়েন্সাররা। তারকারা প্রচার করায় বহু মানুষ জুয়ায় বাজি রেখে সর্বস্ব হারাচ্ছেন বলে অভিযোগ। (Illegal Betting App)
FIR-এ বলা হয়েছে, এই ধরনের Betting App এবং ওয়েবসাইটগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তারকারাই। সোশ্যাল মিডিয়ায় তারকা এবং ইনফ্লুয়েন্সাররা মানুষদের প্রভাবিত করেন। বেআইনি অ্যাপগুলিতে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা ঢালেন সাধারণ খেটে খাওয়া মানুষ। সেই টাকা উদ্ধার হয় না। ফলে বহু মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবার নিঃস্ব হয়ে যায়।
মোটা টাকা লাভের টোপ দিয়ে আমন্ত্রণ জানানো হলেও, Betting App-এ যোগ দিয়ে কষ্টার্জিত অর্থ হারাতে হয় বলেও উল্লেখ রয়েছে FIR-এ। অভিযোগকারী ব্যবসায়ী ফণীন্দ্র শর্মা জানিয়েছেন, তিনিও ওই ফাঁদে পা দিয়েছিলেন। মোটা টাকা জমাও করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু পরিবারের লোকজন বার বার করে সতর্ক করেন তাঁকে। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি হয়নি, তারকাদের দেখে তাঁরা সর্বস্ব লুটিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
ফণীন্দ্র শর্মার মতে, বেআইনি Betting App-গুলির প্রচার করতে মোটা টাকা পারিশ্রমিক নেন তারকারা। কিন্তু সর্বস্বান্ত হতে হয় সাধারণ মানুষকে। তাঁর কথায়, "এই ধরনের প্ল্যাটফর্ম মানুষকে টাকা ঢালতে উৎসাহিত করছে। যে সমস্ত মানুষের টাকার খুব প্রয়োজন, তাঁরাই এই ফাঁদে পা দেন। নিজেদের কষ্টার্জিত টাকা, পরিবারের সবকিছু লুটিয়ে দেন। নেশাগ্রস্ত হয়ে পড়েন এই ধরনের অ্যাপ এবং প্ল্যাটফর্মগুলির প্রতি। ফলে অর্থনৈতিক ভাবে একেবারে কপর্দকশূন্য হয়ে পড়েন।"
ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় প্রতারণা মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি আইনেও মামলা দায়ের করেছে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
