RBI Penalty on Banks: ATM-এ টাকা না থাকলে হতে পারে জরিমানা, নয়া বিজ্ঞপ্তি জারি RBI-এর
কোনও ব্যাঙ্কের ATM যদি একমাসে মোট ১০ ঘণ্টা 'আউট অব ক্যাশ' থাকে তাহলে জরিমানা করা হবে সেই ব্যাঙ্ককে।
মুম্বই: ATM পরিষেবার উদ্দেশ্যই হল বিপদে আপদে যখন-তখন সাধারণ মানুষ যাতে প্রয়োজন মতো নগদ টাকা তুলে নিতে পারেন। তার জন্য ব্যাঙ্কের ভরসায় যাতে বসতে থাকতে না হয়। কিন্তু বেশিরভাগ সময়েই বিভিন্ন ATM-এ নগদ টাকা না থাকায় চরম সমস্যার মুখে পড়তে হয় বহু মানুষকে। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক। মেশিনে সময়মতো নগদ টাকা না ভরে রাখলেই সেই ব্যাঙ্ককে জরিমানা করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।
কোনও ব্যাঙ্কের ATM যদি একমাসে মোট ১০ ঘণ্টা 'আউট অব ক্যাশ' থাকে, অর্থাৎ ৩০ দিনে মোট ১০ ঘণ্টা নগদ টাকা না পাওয়া গেলেই জরিমানা করা হবে সেই ব্যাঙ্ককে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই নয়া নিয়ম চালু হবে ২০২১ সালের ১ অক্টোবর থেকে।
'সঠিক সময়ে নগদ টাকা ভরে না রাখলে ATM-গুলিকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সবসময়ে মেশিনগুলিতে পর্যাপ্ত পরিমাণে নগদ থাকে,' বিজ্ঞপ্তিতে জারি করে ঘোষণা করেছে RBI।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাজ হচ্ছে ব্যাঙ্ক নোট ইস্যু করা, আর সেই নোটগুলি সাধারণের কাছে নিজেদের অজস্র শাখার মাধ্যমে পৌঁছে দেওয়া কাজ ব্যাঙ্কের। সমীক্ষা করে দেখা গেছে, ATM-গুলি অনেকসময়েই নগদ না থাকার জন্য কাজ করে না। এর ফলে সাধারণ মানুষকে প্রবল হয়রানির শিকার হতে হয়।
তাই, এবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাঙ্কগুলি বা হোয়াইট লেবেল এটিএম অপারেটরস (WLAOs) তাঁদের সিস্টেম ও মেশিন আরও শক্তিশালী করবে, এবং মেশিনে পর্যাপ্ত নগদ আছে কিনা সেদিকে নজর রাখবে। এর ফলে সময়মতো টাকা পুনরায় ভরে ফেলা যাবে এবং মেশিনে নগদের ঘাটতি হবে না।
এক্ষেত্রে কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং 'স্কিম অব পেনাল্টি ফর নন-রিপ্লেনিশমেন্ট অব এটিএমস' অনুযায়ী জরিমানা করা হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেন্ট্রাল ব্যাঙ্ক আরও জানিয়েছে 'যে কোনও ATM-এ এক মাসে ১০ ঘণ্টার বেশি নগদ না থাকলে' ATM প্রতি সরাসরি ১০ হাজার টাকা জরিমানা করা হবে। WLA-এর ক্ষেত্রে যে নির্দিষ্ট ব্যাঙ্ক ওই ATM-এর টাকা ভর্তির দায়িত্বে আছে, তার জরিমানা হবে।
সমীক্ষায় দেখা গেছে ২০২১ সালের জুন মাসের শেষ পর্যন্ত গোটা দেশে বিভিন্ন ব্যাঙ্কের মোট ২ লক্ষ ১৩ হাজার ৭৬৬টি ATM আছে।