এক্সপ্লোর
সিএএ, এনআরসি: দুনিয়াব্যাপী সব দেশকে বলা হয়েছে, সংবিধান বদলাচ্ছে না, জানাল বিদেশমন্ত্রক
গত বেশ কয়েক সপ্তাহ ধরে দেশব্যাপী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতন এড়াতে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম সংখ্যালঘুদের দ্রুত এদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য চালু হওয়া সিএএ এবং সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জী করার প্রস্তাবের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ চলছে।

নয়াদিল্লি: নতুন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)ও প্রস্তাবিত নাগরিকপঞ্জীর (এনআরসি) ব্যাপারে দুনিয়াজুড়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে ভারতের বক্তব্য, অবস্থান ব্যাখ্যা করা হয়েছে বলে জানাল বিদেশমন্ত্রক। একথা জানিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমরা বিশ্বব্যাপী নানা দেশকে জোর দিয়ে বুঝিয়েছি যে, সিএএ-তে শুধুমাত্র নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে দ্রুত করা হয়েছে, সংবিধানের মৌলিক কাঠামোয় কোনও বদলই হচ্ছে না। বিদেশে আমাদের দূতাবাস, মিশনগুলিকে সংশ্লিষ্ট সরকারগুলিকে সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে তথ্যপঞ্জী বা প্রসপেক্টাস শেয়ার করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে দেশব্যাপী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতন এড়াতে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম সংখ্যালঘুদের দ্রুত এদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য চালু হওয়া সিএএ এবং সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জী করার প্রস্তাবের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ চলছে। অন্তুত, তিনটি বিরোধী দল শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ, কেরল ও পঞ্জাব নয়া নাগরিকত্ব আইন কার্যকর করবে না বলে ঘোষণা করেছে। সু্প্রিম কোর্টেও এই আইন খারিজের দাবিতে একগুচ্ছ পিটিশন পেশ হয়েছে।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কর্নাটক সফরে গিয়ে কংগ্রেস ও তার সহযোগীদের সিএএ নিয়ে আক্রমণ করে বলেন, যে পাকিস্তানে অত্যাচারিত হয়ে অ-মুসলিম সংখ্যালঘুরা ভারতে চলে এসেছেন, তার কোনও নিন্দাই করা হচ্ছে না, উল্টে সংখ্যালঘুদের বিরুদ্ধেই বিক্ষোভ চলছে।
ঘটনাচক্রে গত মাসে সিএএ-বিরোধী আন্দোলনে হিংসার জেরে গুয়াহাটিতে ভারত-জাপান সামিট স্থগিত রাখতে হয়েছিল। কবে তা হবে, প্রশ্ন করা হলে রবীশ কুমার বলেন, শীঘ্রই তার দিনক্ষণ স্থির হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
