এক্সপ্লোর
Advertisement
রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, এসে গেল রিয়্যালমি এক্স৫০ প্রো প্লেয়ার
এতে ৬.৪৪ ইঞ্চির সুপার এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট।
নয়াদিল্লি: চিনের স্মার্টফোন সংস্থা রিয়্যালমি তাদের নয়া স্মার্টফোন এক্স৫০ প্রো প্লেয়ার বাজারে আনল। একে হেভি প্রসেসর ও ৯০ গিগাহার্টজ ডিসপ্লে রয়েছে। দেখুন এই ফোনের ফিচারগুলি
রিয়্যালমি এক্স৫০ প্রো প্লেয়ারে ৬ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম+ ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এর দাম ২,৬০০ চিনা ইউয়ান, ভারতীয় মুদ্রায় দাম প্রায় ২৮,৭০০ টাকা। এর বিক্রি শুরু হবে ১ জুন থেকে, শোনা যাচ্ছে, শিগগিরই ভারত সহ অন্যান্য দেশে চলে আসবে এই স্মার্টফোন।
এতে ৬.৪৪ ইঞ্চির সুপার এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। অ্যান্ড্রয়েড ১০ বেসড এই ফোন কাজ করে রিয়্যালমি অপারেটিং সিস্টেমে। ৪,১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর ছবির জন্য রিয়ারে ৪টি ক্যামেরা, লেন্স ৪৮ এমপি, ৮ এমপি, এবং বাকি দুটো ২ এমপি করে। সেলফির জন্য রয়েছে ১৬ এমপি ও ২ এমপি ক্যামেরা।
রিয়্যালমি এক্স৫০ প্রো প্লেয়ারের প্রতিযোগিতা হবে শাওমি মি ১০-এর সঙ্গে। শাওমি-র ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, তাতে ১০৮ মেগাপিক্সল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সল ওয়াইড অ্যাঙ্গল লেন্স, ২ মেগাপিক্সল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সল ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য আবার রয়েছে ২০ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement