Reliance on Employees : করোনায় মৃত কর্মীর পরিবারকে ৫ বছর পর্যন্ত বেতন, সন্তানদের পড়াশোনার খরচও বহন করবে রিলায়েন্স
সংস্থার কর্মী ও তাঁদের পরিবারের জন্য বড় পদক্ষেপ নিল Reliance Industries Limited (RIL)। করোনায় মৃত সংস্থার কর্মীদের পরিবারকে আগামী পাঁচ বছরের বেতন দেওয়ার কথা ঘোষণা করল রিলায়েন্স। এর পাশাপাশি মৃত কর্মীর সন্তানদের পড়াশোনার খরচও বহন করবে সংস্থা।
মুম্বই : দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ অব্যাহত। এরই মধ্যে সংস্থার কর্মী ও তাঁদের পরিবারের জন্য বড় পদক্ষেপ নিল Reliance Industries Limited (RIL)। করোনায় মৃত সংস্থার কর্মীদের পরিবারকে আগামী পাঁচ বছরের বেতন দেওয়ার কথা ঘোষণা করল রিলায়েন্স। এর পাশাপাশি মৃত কর্মীর সন্তানদের পড়াশোনার খরচও বহন করবে সংস্থা।
কোম্পানির কাছে কর্মী এবং তাঁদের পরিবার অগ্রাধিকার
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি "রিলায়েন্স ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার স্কিম" ঘোষণা করেছেন। তাতে তাঁরা বলেছেন, করোনা অতিমারি আমাদের সামনে সবথেকে ভয়ানক অনুভূতি নিয়ে এসেছে। এই অতিমারির কারণে আমাদের মধ্যে কয়েকজন খুব খারাপ অবস্থার মধ্যে পড়েছেন। এই পরিস্থিতিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পুরো শক্তি নিয়ে অসুস্থ ও মৃত কর্মচারী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
রিলায়েন্স ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার স্কিমে মিলবে সাহায্য
- করোনায় মৃত কর্মীদের পরিবার আগামী পাঁচ বছর বেতন পাবে
- অসুস্থদের পরিবার ১০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পাবে
- মৃত কর্মীদের সন্তানের গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনার পুরো খরচ বহন করবে সংস্থা।
- এই সন্তানদের দেশের যে কোনও প্রতিষ্ঠানে পড়ানো, ছাত্রাবাস ও স্নাতক স্তর পর্যন্ত বইপত্রের ১০০ শতাংশ খরচ বহন করে কোম্পানি।
- সন্তানদের গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত স্বামী বা স্ত্রী, বাবা-মা এবং সন্তাদনদেরও হাসপাতালে ভর্তি বাবদ প্রিমিয়ামের ১০০ শতাংশই দেবে কোম্পানি।
- এছাড়া কোনও কর্মচারী করোনায় আক্রান্ত হলে বা তাঁর পরিবারের কেউ সংক্রমিত হলে, তিনি শারীরিক এবং মানসিক দিক দিয়ে পুরোপুরি ঠিক হওয়ার আগে পর্যন্ত কোভিড-১৯ লিভ নিতে পারেন।
অফ-রোল কর্মচারীদের করোনায় মৃত্যু হলে পরিবার পাবে ১০ লক্ষ টাকা
করোনা অতিমারিতে মৃত অফ-রোল কর্মীদের শোকস্তব্ধ পরিবারের সদস্যদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।