এক্সপ্লোর
করোনা আক্রান্ত শিল্পী এসপি বালসুব্রহ্মন্যমের শারীরিক অবস্থার অবনতি, রাখা হয়েছে আইসিইউ-তে, জানাল হাসপাতাল
বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছে যে, আইসিইউ-তে ৭৪ বছরের শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের একটি দল তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন।

এস পি বালসুব্রহ্মণ্যম
চেন্নাই: কয়েকদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ কণ্ঠশিল্পী এসপি বালসুব্রহ্মন্যম। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছিলেন জনপ্রিয় এই শিল্পী। কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁর শারীরিক অবস্থা 'গুরুতর' বলে জানিয়েছে হাসপাতাল। ওই বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে যে, আইসিইউ-তে ৭৪ বছরের শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের একটি দল তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। গত ৫ অগাস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল জানিয়েছে, ১৩ অগাস্ট রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল বলে বৃহস্পতিবার জানানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর চিকিত্সায় নিযুক্ত চিকিত্সকদের দলের পরামর্শ অনুযায়ী তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর অবস্থা গুরুতর। সামান্য সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বালসুব্রহ্মন্যম। বালসুব্রহ্মন্যম হিন্দি, তামিল, তেলগু, কন্নড় ও মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















