ITBP Constable Viral Video: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশমাতৃকার জন্য গান গাইলেন কনস্টেবল, 'গায়ে কাঁটা দিচ্ছে', প্রতিক্রিয়া নেটিজেনদের
Constable Vikram Jeet Singh: এবার প্রজাতন্ত্র দিবসের আগে ফের ITBP কনস্টেবল বিক্রম জিত সিংয়ের গলায় 'তেরি মিট্টি মে মিল যাওয়া' মন কেড়েছে সোশাল মিডিয়ায়।
নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগে দেশমাতৃকার জন্য গান গাইলেন ITBP কনস্টেবল বিক্রম জিৎ সিং। তাঁর সুরেলা গলায় সেই গান এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। এর আগে করোনা যোদ্ধাদের উদ্দেশে গান গেয়েছিলেন, আর এবার প্রজাতন্ত্র দিবসের আগে ফের ITBP কনস্টেবল বিক্রম জিত সিংয়ের গলায় 'তেরি মিট্টি মে মিল যাওয়া' মন কেড়েছে সোশাল মিডিয়ায়। ইতিমধ্যেই সেই গানের ভিডিও ভাইরাল হয়েছে।
এর আগে আইটিপিবি-র কনস্টেবল বিক্রম জিত সিং ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সামনের সারির করোনভাইরাস যোদ্ধাদের জন্য একটি গান উৎসর্গ করেছিলেন। সেই সময়ও ওই ভিডিও ভাইরাল হয়েছিল।
এদিন হিমাচল সীমান্তে ১৬ হাজার ফুট উচ্চতায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন আইটিবিপি জওয়ানরা। লাদাখ সীমান্তে ১৫ হাজার ফুট উচ্চতায় মাইনাস ৪০ ডিগ্রিতে আইটিবিপি জওয়ানরা ওড়ালেন তেরঙ্গা। উত্তরাখণ্ডের কুমায়ুনেও ১২ হাজার ফুট উচ্চতায় হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আইটিবিপি জওয়ানরা প্রজাতন্ত্র দিবস পালন করলেন। যোশীমঠে ১১ হাজার ফুট উচ্চতায় মাইনাস ২০ ডিগ্রিতে আইস স্কি করতেই করতেই প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপি-র।
এদিকে, ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।তিনি লিখেছেন, সমস্ত দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলুন সকলে মিলে দেশের সংবিধানের মৌলিক কাঠামো বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষা করার শপথ নিই। সংবিধানে উল্লিখিত ন্যায়বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সৌভ্রাতৃত্ব রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার চেষ্টা করি। সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং জওয়ানদের অভিবাদন জানাই, যাঁদের আত্মত্যাগ এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করে, আমাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। গণতন্ত্রের স্তম্ভ সমস্ত দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন। জয় হিন্দ।