Google Doodle: স্মৃতির সরণিতে গুগল! ডুডলে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার দিনবদল
Republic Day 2024: সময় বদলেছে, বাক্স টিভি থেকে এলইউডি হয়ে এখন মোবাইলের পর্দায় প্রজাতান্ত্রিক দিবসের প্যারেড দেখেন দর্শকরা। আর এই বদলে যাওয়া বিষয়টিই গুগল ডুডলে তুলে এনেছে গুগল।
কলকাতা: আজ মহাসমারোহে পালিত হতে চলেছে ভারতের ৭৫তম প্রজাতান্ত্রিক দিবস। আর এই দিনেই ভারতের প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে ডুডল সামনে আনল গুগল (Google Doodle)। এই দিনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্যারেড (Republic Day 2024)। দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেড হয়ে চলেছে। সময় বদলেছে, বাক্স টিভি থেকে এলইউডি হয়ে এখন মোবাইলের পর্দায় প্রজাতান্ত্রিক দিবসের প্যারেড (Republic Day Parade) দেখেন দর্শকরা। আর এই বদলে যাওয়া বিষয়টিই গুগল ডুডলে তুলে এনেছে গুগল।
সাদা কালো টিভির জমানা থেকে রঙিন টিভি হয়ে মোবাইল ফোন- এই পুরো যাত্রাটাই জায়গা পেয়েছে বিশেষ এই ডুডলে (Google Doodle)। আর এই শিল্প যাঁর সৃষ্টি তিনি শিল্পী বৃন্দা জাভেরি (Vrinda Zaveri))
গত বছরও এই দিনে বিশেষ ডুডল সামলে এনেছিল গুগল। সেবার গুজরাতের শিল্পী পার্থ কোঠেকার বিশেষ কাগজ কেটে তৈরি করেছিলেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মুহূর্ত।
১৯৫০ সালের এই দিনেই ভারত সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, গ্রহণ করা হয় সংবিধান। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পরে শুরু হয়েছিল ভারতের সংবিধান তৈরির কাজ। বছর দুয়েক ধরে ভারতের কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি আলোচনা, নানা বদল করে। তারপরেই তৈরি হয় বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। এই সংবিধান গৃহীত হওয়ার মাধ্য়মেই ভারতীয় গণতন্ত্রের ভিত আরও মজবুত হয়, নাগরিক অধিকার আরও শক্তিশালী হয় নাগরিদের।
এই দিনটিকে উদযাপন করতে বিভিন্ন রাজ্যের রাজধানীতে প্যারেড অনুষ্ঠান হয়। তবে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় প্যারেড হয় ভারতের রাজধানীতে। প্রথা মেনে দেশের বিভিন্ন বাহিনী, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিভাগ সামরিক দক্ষতার প্রদর্শনী করে এদিন। তারপরে সন্ধেয় বিটিং রিট্রিটের মাধ্যমে সমাপ্তি ঘটে উদযাপনের।
দেশজুড়ে পালিত হবে:
দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। কড়া নিরাপত্তা দিল্লিতে। প্যারেড রুটে মোতায়েন থাকবে ৮ হাজার জওয়ান। গোটা এলাকা মোড়া থাকবে ১ হাজার সিসিটিভি ক্যামেরায়। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সাড়ে ১০টা নাগাদ রাজধানীর কর্তব্যপথে শুরু হবে কুচকাওয়াজের অনুষ্ঠান। সকাল ১০টা ৫ মিনিটে ন্য়াশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দেশাত্মবোধক ছবি শেয়ার করতে চান ? যেগুলি না জানলেই নয়