এক্সপ্লোর
Advertisement
পরভিন ববি থেকে জিয়া খান, রিয়া চক্রবর্তী, একাধিকবার বিতর্কের কেন্দ্রে মহেশ ভট্ট
অভিনেত্রী কন্যা পূজার ঠোঁটে চুমু খেয়ে ফের শিরোনামে উঠে আসেন মহেশ। মহেশ নাকি একবার বলেওছিলেন, পূজা তাঁর মেয়ে না হলে তাঁকে বিয়ে করতেন তিনি। অনেকে অভিযোগ করেন, নিজের মেয়ে পূজাকেই বিয়ে করেছেন মহেশ, আলিয়া তাঁদের অবৈধ সন্তান।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের রহস্যময় মৃত্যুর পরেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন মহেশ ভট্ট। অভিযোগ উঠেছে, মহেশের চাপেই সুশান্তের সঙ্গে সম্পর্ক শেষ করে দেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। এছাড়া স্বজনপোষণের অভিযোগও তাঁর বিরুদ্ধে নতুন কিছু নয়। তাঁর মেয়ে পূজা ভট্ট, আলিয়া ভট্ট, ভাগ্নে ইমরান হাসমি- সবাই অভিনয় করেছেন তাঁর একের পর এক ছবিতে। শোনা যায়, ভট্ট ক্যাম্পের বাইরের অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ার শেষ করে দেওয়ায় তাঁর বড় হাত রয়েছে। সুশান্তের মৃত্যুতে মহেশের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। মহেশ জানিয়েছেন, সুশান্তকে কোনও ছবিতে সুযোগ দেওয়ার কথা তিনি ভাবছিলেন না।
সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআই হাতে নেওয়ার পর প্রকাশ্যে এসেছে ড্রাগ মাফিয়াদের যোগসাজস ও পরিকল্পিত খুনের অভিযোগ। সুশান্তের জিম পার্টনার অভিযোগ করেছেন, রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ও মহেশ ভট্ট তাঁকে খুন করেছেন। হাঁটুর বয়সী অভিনেত্রীদের প্রতি মহেশের দুর্নিবার আকর্ষণ নিয়েও কথা উঠেছে। দেখে নেওয়া যাক, তাঁকে জড়িয়ে এমনই কিছু বিতর্ক।
বিবাহিত মহেশ সম্পর্কে জড়িয়ে পড়েন নায়িকা পরভিন ববির সঙ্গে। লিভ ইনও করতেন। পরে মহেশ চলে আসেন তাঁর কাছ থেকে। সফল অভিনেত্রী পরভিনের মানসিক সমস্যা ছিল, তিনি প্যারানয়েড স্কিৎজোফ্রেনিয়ায় ভুগতেন। ২০০৫ সালের ২২ জানুয়ারি মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ৩ দিন ধরে দুধ ও খবরের কাগজ বাড়ির বাইরে জমা হওয়ায় সোসাইটি সদস্যরা পুলিশে খবর দেন, দেখা যায়, ৭২ ঘণ্টা আগে মারা গিয়েছেন তিনি।
Sometimes memories sneak out of our eyes and trickle down our cheeks. https://t.co/6d9AC3kDNM
— Mahesh Bhatt (@MaheshNBhatt) January 21, 2020
অভিনেত্রী কন্যা পূজার ঠোঁটে চুমু খেয়ে ফের শিরোনামে উঠে আসেন মহেশ। মহেশ নাকি একবার বলেওছিলেন, পূজা তাঁর মেয়ে না হলে তাঁকে বিয়ে করতেন তিনি। অনেকে অভিযোগ করেন, নিজের মেয়ে পূজাকেই বিয়ে করেছেন মহেশ, আলিয়া তাঁদের অবৈধ সন্তান।
কঙ্গনা রানাওয়াতকে মহেশ সুযোগ দেন তাঁদের প্রোডাকশনের গ্যাংস্টার এবং ওহ লমহে ছবিতে। কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলি চান্ডেল অভিযোগ করেছেন, মহেশ একবার কঙ্গনার দিকে চটি ছুঁড়ে ছিলেন, সর্বসমক্ষে অপমান করেছিলেন। মহেশের ছবি ধোঁকা-য় কাজ করতে রাজি না হওয়ায় এমন ব্যবহার করেন তিনি। এমনকী নিজের ছবি ওহ লমহে-র স্ক্রিনিংয়েও ঢুকতে দেওয়া হয়নি ১৯ বছরের কঙ্গনাকে, থিয়েটার থেকে তাঁকে বার করে দেওয়া হয়।
২০১৮-য় রিয়া চক্রবর্তী ও মহেশের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। দেখা যায়, রিয়া মহেশের কোলে বসে আছেন, তাঁর কাঁধে মহেশের মাথা। বর্ষীয়ান প্রযোজের জন্মদিনে রিয়াই শেয়ার করেন ছবিগুলি। তাতে মহেশকে বুডঢা বলে সম্বোধন করে তিনি বলেন, তুমি আমাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছ, আমি তোমাকে কতটা ভালবাসি বলে বোঝাতে পারব না।
এর মধ্যে প্রকাশ্যে এসেছে আর এক অকালে প্রাণ হারানো অভিনেত্রী জিয়া খানের সঙ্গে মহেশের ভিডিও। জানা যাচ্ছে, এই ভিডিও যখন তোলা হয় তখন জিয়ার বয়স মাত্র ১৬। মহেশ যথেষ্ট ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে রয়েছেন তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement