এক্সপ্লোর
রাহুল গাঁধীর কেন্দ্র ওয়েনাড়ে প্রকাশ্যে মাস্ক ছাড়া বেরলে ৫০০০ টাকা জরিমানা
মাস্ক না পরলে যেমন শাস্তি হবে, তেমনই দোকানদারদেরও ১০০০ টাকা জরিমানা দিতে হবে যদি দোকানে ক্রেতাদের হাত জীবাণুমুক্ত করার সরঞ্জাম অর্থাত সাবান বা স্যানিটাইজারের বন্দোবস্ত না থাকে, দোকানের কর্মচারী মাস্ক না পরে থাকেন।

ওয়েনাড়: রাহুল গাঁধীর লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে প্রকাশ্যে মাস্ক না পরে থাকলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। কেরল পুলিশ কঠোর হবে এ ব্যাপারে। ওয়েনাড়ের পুলিশ সুপার ইলানগো জানিয়েছেন, মাস্ক না পরলে কেরল পুলিশ আইনের ১১৮ ই ধারার আওতায় মামলা রুজু করে নিয়ম অনুসারে ৫০০০ টাকা জরিমানা আদায় করা হবে নিয়মভঙ্গকারীদের কাছ থেকে। সংশ্লিষ্ট ব্যক্তি এ ব্যাপারে আদালতে মামলা করতে পারেন চাইলে, তবে ওই আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে তাঁর তিন বছর কারাবাস বা ১০ হাজার টাকা জরিমানা বা একসঙ্গে দুটোই হতে পারে। মাস্ক না পরলে যেমন শাস্তি হবে, তেমনই দোকানদারদেরও ১০০০ টাকা জরিমানা দিতে হবে যদি দোকানে ক্রেতাদের হাত জীবাণুমুক্ত করার সরঞ্জাম অর্থাত সাবান বা স্যানিটাইজারের বন্দোবস্ত না থাকে, দোকানের কর্মচারী মাস্ক না পরে থাকেন। কেরল পুলিশ আইন ১২০ অনুসারে জরিমানার পরিমাণ বাড়তে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের বুধবারের তথ্য অনুসারে কেরলে পজিটিভ কোভিড-১৯ রোগী মোট ৪৮৫ জন, ৩৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন, মৃত্যু হয়েছে চারজনের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















