Russia Earthquake: তীব্র কম্পনের জের, রাশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, ঢাল বেয়ে গড়াচ্ছে ফুটন্ত লাভা, বড়সড় বিস্ফোরণের আশঙ্কা
Volcanic Eruption: রাশিয়ার জিওফিজিক্যাল সার্ভে টেলিগ্রামে শেয়ার করেছে যে, Klyuchevskoy আগ্নেয়গিরি এখন জ্বলছে। যেসব ছবি প্রকাশ্যে এসেছে সেখানে আগ্নেয়গিরির মাথায় কমলা রঙের উজ্জ্বল আভা দেখা গিয়েছে।

Russia Earthquake: ভূমিকম্প এবং সুনামির পর রাশিয়ার সুদূর পূর্বে অবস্থিত Klyuchevskoy আগ্নেয়গিরি জেগে উঠেছে। শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা এবং লাভা প্রবাহ। রাশিয়ার জিওফিজিক্যাল সার্ভে এই তথ্য প্রকাশ করেছে। রাশিয়ায় তীব্র ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। রাশিয়ায় এই তীব্র মাত্রার ভূকম্পন অনুভূত হওয়ার পরই একাধিক জায়গায় জারি হয়েছে সুনামি অ্যালার্ট। প্রশান্ত মহাসাগরের উপকূলের কিছু জায়গা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
🌋Russia: Klyuchevskoy Volcano, a stratovolcano in Kamchatka, erupted with lava flows near today's earthquake epicenter.
— Sree Resmi Nair (@Sree_Resmi_Nair) July 30, 2025
At 4754m Ash could reach 10km altitude during major eruptions#Russia #Tsunami #earthquake #HawaiiTsunami #Hawaii #Japan #Alaska #Kamchatka pic.twitter.com/AGxXuA7KL4
রাশিয়ার জিওফিজিক্যাল সার্ভে টেলিগ্রামে শেয়ার করেছে যে, Klyuchevskoy আগ্নেয়গিরি এখন জ্বলছে। যেসব ছবি প্রকাশ্যে এসেছে সেখানে আগ্নেয়গিরির মাথায় কমলা রঙের উজ্জ্বল আভা দেখা গিয়েছে। লালচে রঙের ফুটন্ত লাভা এই আগ্নেয়গিরির গা বেয়ে নামতে শুরু করেছে আগ্নেয়গিরির পশ্চিম ঢাল বরাবর। আগ্নেয়গিরির একদম চূড়ায় রয়েছে একটি উজ্জ্বল, শক্তিশালী আভা। প্রবল অগ্ন্যুৎপাতের কারণে বড়সড় বিস্ফোরণের আশঙ্কাও করা হচ্ছে। বলা হচ্ছে, এই Klyuchevskoy আগ্নেয়গিরি, রাশিয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। এই ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগ্নেয়গিরির মাথায় প্রায় ১৫ হাজার ফুট উঁচুতে দেখা গিয়েছে কমলা রঙের উজ্জ্বল আভা।
গতকাল রাশিয়ায় পশ্চিম প্রান্তের কামচাটকা উপকূলে আছড়ে পড়ে ভূমিকম্প। এই ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরেই প্রধান্ত মহাসাগরের কিছু এলাকায় জারি হয় সুনামি অ্যালার্ট। ওই অঞ্চলেরই Klyuchevskoy আগ্নেয়গিরিতে শুরু হয়ে যায় অগ্ন্যুৎপাত। তবে এই আগ্নেয়গিরি যথেষ্ট সক্রিয়। একে ইউরোপ এবং এশিয়ার উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। ২০০০ সালের পর থেকে অন্তত ১৮ বার আগ্ন্যুৎপাত হয়েছে এই আগ্নেয়গিরিতে। তার সম্প্রতি নিদর্শন এবারের রাশিয়ার ভূমিকপম্পের পর এই আগ্নেয়গিরির জেগে ওঠা।
স্থানীয় সূত্রে খবর, ভূমিকম্পের ধাক্কার পর কামচাটকা অঞ্চলের উপকূলে অস্থির পরিস্থিতি তৈরি হয়। সমুদ্রে দেখা যায় তিন থেকে চার মিটার উঁচু ঢেউ। সুনামির মতোই ভয়ঙ্কর সেই সব ঢেউ। উপকূলের আশেপাশে থাকা সবাইকে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে দূরে সরে যেতে বলা হয়। প্রশাসন বাসিন্দাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যেতে সফল হয়।






















