Russia on Pakistan: 'অপারেশন সিঁদুর'-এ কুপোকাত পাকিস্তানের নয়া চাল? রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব ভাঙার চেষ্টা! কী বলল মস্কো?
Russia on India Pakistan Tension: মস্কোর তরফে আলোচনার বিষয়টি স্বীকার করা হলেও এমন প্রতিবেদনের নিন্দা করেছে যেখানে দাবি করা হয়েছে যে দুই দেশের মধ্যে "বিলিয়ন ডলারের চুক্তি" স্বাক্ষরিত হয়েছে।

নয়া দিল্লি: সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যমে একটি সংবাদ প্রকাশ্যে আসে, পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে রাশিয়া। একটি বন্ধ ইস্পাত কারখানা পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে ভ্লাদিমির পুতিনের দেশ। যা ভারত-রাশিয়ার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে, এমনও দাবি করা হচ্ছিল সেই সব সংবাদমাধ্যমে। তবে এবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে 'ভুয়ো খবর' উড়িয়ে দিল রাশিয়া। ভারতের সঙ্গে এভাবে সম্পর্ক নষ্ট করার প্রচেষ্টার চরম নিন্দাও করা হয়েছে, খবর IANS সূত্রে।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মস্কো এবং ইসলামাবাদ ১৯৭০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন যখন পাকিস্তান স্টিল মিল (পিএসএম) ডিজাইন এবং অর্থায়ন করেছিল, তখন দুই দেশের মধ্যে যে সহযোগিতা দেখা গিয়েছিল তা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশে নতুন ইস্পাত মিল স্থাপন করে শিল্প সহযোগিতা সম্প্রসারণের জন্য কাজ করছে। প্রতিবেদন অনুযায়ী, ১৩ মে ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হারুন আখতার খান এবং মস্কোর প্রতিনিধি ডেনিস নাজারুফের মধ্যে বৈঠও হয় এ বিষয়ে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তান স্টিল মিলস (পিএসএম) পুনর্গঠন ও আধুনিকীকরণ। ২০১৫ সালে পুরোনো যন্ত্রপাতি ও ব্যবস্থাপনায় ত্রুটির কারণে কারখানাটি বন্ধ হয়ে যায়। এই কারখানা ১৯৭৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় নির্মিত হয়। একসময় এখানে বছরে ১১ লাখ টন ইস্পাত উৎপাদন করা হতো। কিন্তু দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে এই কারখানা ২ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার লোকসানের মুখে পড়ে।
দুই দেশের একটি যৌথ গ্রুপ প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। এই সিদ্ধান্ত মস্কো ও ইসলামাবাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার গভীরতা নির্দেশ করে। ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রতি রাশিয়ার এই অপ্রত্যাশিত বন্ধুত্বের হাত বাড়ানো ভারত-রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্কে কঠিন প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা, এমনটাও দাবি করা হয়েছিল রিপোর্টে।
মস্কোর তরফে এই বিষয়ে আলোচনার বিষয়টি স্বীকার করা হলেও এমন প্রতিবেদনের নিন্দা করেছে যেখানে দাবি করা হয়েছে যে দুই দেশের মধ্যে "বহু বিলিয়ন ডলারের চুক্তি" স্বাক্ষরিত হয়েছে। পুতিনের দেশের তরফে বলা হয়েছে, সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাত আবহে রাশিয়া দীর্ঘদিনের বন্ধু ভারতের পাশেই দাঁড়িয়েছে। সেই আবহে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের চেষ্টা করছে পাকিস্তান এমনটাই বলা হয়েছে, খবর সংবাদসংস্থা আইএনএস সূত্রের।






















