Russia Ukraine Crisis: ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনাই লক্ষ্য, পুতিন-জেলেনস্কির সঙ্গে আজ কথা বলবেন মোদি
PM Modi will speak to Vladimir Putin: সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলবেন প্রধানমন্ত্রী
নয়া দিল্লি: ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনের চারটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। নিরাপদে মানুষকে বের করার জন্য তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে কিভ, খারকিভ, মারিউপোল ও সুমি শহরে যুদ্ধবিরতি। সুমিতে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর। ২ দিন আগে পুতিনকে ফোন করে অনুরোধ জানান ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। তার আগে দু’-দু’বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া।
সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদি। সকাল ১১.৩০ মিনিটে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এবং দুপুর ১.৩০ মিনিটে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
যুদ্ধের দ্বাদশ দিনে ইউক্রেনের মাইকোলেভে সকাল থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনা। ভিডিও প্রকাশ করে ওডেসা বন্দরের কাছে সমুদ্র থেকে মিসাইল ছোড়ার অভিযোগ তোলে ইউক্রেন। খারকিভে বহুতলে গোলাবর্ষণের জেরে আগুন লেগে যায়। নিকোলেভেও আকাশপথে হামলা চালায় রুশ সেনা। প্রত্যাঘাত করে ইউক্রেনও। কিভে রুশ ট্যাঙ্ক লক্ষ্য করে গুলি চালায় ইউক্রেনীয় সেনা। লুহানস্কে লাগাতার গোলাবর্ষণে তেলের ডিপোয় আগুন লেগে যায়। ইউক্রেনের দাবি, যুদ্ধে এ পর্যন্ত ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। ৭১ জন শিশু আহত।
দ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরছেন গুলিবিদ্ধ হরজ্যোৎ সিংহ। পোল্যান্ড হয়ে দেশে ফিরছেন হরজ্যোৎ। যুদ্ধের ১১ দিনেই ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন ১৫ লক্ষ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মানবসঙ্কট, রিপোর্ট সংবাদসংস্থা এপি-র। আতঙ্কিত নাগরিকদের উপচে পড়া ভিড় খারকিভ স্টেশনে । সার্বিয়ার বেলগ্রেডে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরোধী মিছিল। রাশিয়া জুড়ে মিছিল, আটক ৪,৩০০-র বেশি।