Russia-Ukraine War: যুদ্ধের দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকল রুশ সেনা, বেলারুশের দিক থেকে আক্রমণ
Russia-Ukraine War News: ইউক্রেন সরকার স্বীকার করেছে, এখনও পর্যন্ত যুদ্ধে তাদের দেশের জওয়ান সহ ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬০ জন।
নয়া দিল্লি: যুদ্ধের দ্বিতীয় দিনে ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে (Kyiv) ঢুকল রুশ সেনা (Russian Army)। বেলারুশের (Belarush) দিক থেকে কিয়েভে রুশ সেনা ঢুকেছে বলে খবর। তুমুল সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়। সেইসঙ্গে চলছে রাশিয়ার (Russia) বিমানহানাও। কিয়েভের আকাশে ধ্বংস হয়েছে ইউক্রেনের (Ukraine) বিমান।
ইউক্রেন সরকার স্বীকার করেছে, এখনও পর্যন্ত যুদ্ধে তাদের দেশের জওয়ান সহ ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬০ জন। পাল্টা হামলায় ৮০০ জন রুশ সেনাকে মারতে সক্ষম হয়েছে তারা, দাবি ইউক্রেনের। সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। কোনও ব্রিটিশ বিমানকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া।
আমেরিকা, ব্রিটেন বা ন্যাটো, কেউ এগিয়ে আসেনি সামরিক সাহায্য নিয়ে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ একাই লড়তে হচ্ছে ইউক্রেনকে, আক্ষেপ প্রেসিডেন্ট জেলেনস্কির। অস্বস্তিতে রাশিয়াও। সে দেশে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছেন অনেকে। পোল্যান্ড ও স্লোভাকিয়া সীমান্তে জমছে শরণার্থীদের ভিড়। এরই মধ্যে ব্রিটিশ বিমানকে তাদের আকাশসীমা লঙ্ঘন না করতে বলেছে রাশিয়া।
আরও পড়ুন, কিয়েভে সরকারি কোয়ার্টারের সামনি গুলির শব্দ, ব্রিটিশ বিমানের জন্য আকাশ পথ বন্ধ করল রাশিয়া
এদিকে, স্বস্তিতে নেই রাশিয়াও। ইউক্রেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযানের নির্দেশ দেওযার পর রাশিয়ার বিভিন্ন শহরে দেখা দিয়েছে যুদ্ধ-বিরোধী বিক্ষোভ। রাস্তায় নেমে যুদ্ধ চাই না, ধ্বনি তুলে সরব হয়েছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থায় নিয়েছে রুশ প্রশাসন। অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। জানা গেছে, প্রায় হাজার খানেক বিক্ষোভকারীকে পুলিশ হেফাজতে নেয়।