Russia Ukraine Crisis: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে মুখ খুললেন মোদি
Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম থেকে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। এবার তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম থেকে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। UN general assembly-তে একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। নিরাপত্তা পরিষদেও ভোটদান থেকে বিরত থেকেছে ভারত। তা নিয়ে একাধিকবার ঘরের ভিতরে-বাইরে সমালোচনা হয়েছে। ভোটদান থেকে বিরত থাকার কারণও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে। এবার তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এএনআই সূত্রে।
বৃহস্পতিবার চার রাজ্যের বিধানসভা ভোটে বিপুল জয়ের পর নয়াদিল্লিতে বিজেপি কর্মীদের একটি সভায় বক্তব্য রাখেন মোদি। সেখানেই তিনি বলেন, যুদ্ধে জড়িত থাকা দেশগুলির সঙ্গে ভারতের নিবিড় যোগ রয়েছে। অর্থনৈতিকভাবে, নিরাপত্তাজনিত কারণে, পড়াশোনার কারণে এবং রাজনৈতিক ভাবেও যোগাযোগ রয়েছে। ভারতের একাধিক প্রয়োজন জড়িয়ে রয়েছে দেশগুলির সঙ্গে।' তিনি আরও বলেন, শান্তির জন্য এবং আলোচনার জন্য আবেদন করছে ভারত। তিনি আরও বলেন, 'এই যুদ্ধের ফলে বিশ্বের সব দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত শান্তির পক্ষে, ভারত আশা রাখে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।' শুধু ভারতই নয়, রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থেকেছে চিন ও আরব আমিরশাহিও।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন গঙ্গা শুরু করেছিল ভারত। দীর্ঘ আলোচনার পর কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় দূতাবাসগুলি অক্লান্ত পরিশ্রম করে বিমানের মাধ্যমে ফিরিয়ে এনেছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের। তা নিয়েও বিরোধীরা সমালোচনা করছেন বলে সুর চড়িয়েছেন মোদি। তিনি বলেন, 'অপারেশন গঙ্গাকে প্রাদেশিকতার গণ্ডিতে বাঁধার চেষ্টা করেছেন। প্রত্যেক প্রকল্পকে প্রাদেশিকতার সংকীর্ণ চোখে দেখা হচ্ছে।' তাঁর আরও অভিযোগ, 'ইউক্রেনে যখন ভারতীয় পড়ুয়ারা আটকে ছিলেন, তখন দেশের মনোবল ভাঙার চেষ্টা চলছিল।'
রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে। রাশিয়ার উপর একাধিক আর্থিক নিষেধাজ্ঞা চাপানোরও পরেও কমেনি যুদ্ধের গতি। আলোচনার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি ফেরে কিনা, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
আরও পড়ুন: চেরনোবিল নিয়ে বাড়ল চিন্তা ! কী ঘটছে ইউক্রেনের পরমাণু কেন্দ্রে ?