![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vladimir Putin: 'লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ', হুঁশিয়ারি পুতিনের
Ukraine Russia: যুদ্ধ বিরতি ঘোষণা করলেও এরই মধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে, 'লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ'।
![Vladimir Putin: 'লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ', হুঁশিয়ারি পুতিনের Russia Ukraine War Vladimir Putin cautions war will continue until the goal is reached Vladimir Putin: 'লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ', হুঁশিয়ারি পুতিনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/363c718d1852dc572f10a3f19a26d8bc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: যুদ্ধের মধ্যেই ফের রাশিয়া-ইউক্রেন বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনটাই দাবি তুরস্কের। এই যুদ্ধের মধ্যেই ক্রেমলিনে পুতিনের সঙ্গে দেখা করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী।
যুদ্ধ বিরতি ঘোষণা করলেও এরই মধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে, 'লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ'। যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে অব্যাহত রুশ হামলা। তবে পিছপা হয়নি ইউক্রেনও। পাল্টা হামলা ইউক্রেনেরও। নিকোলেভে রুশ বিমান ধ্বংস করেছে তাঁরা। নিকোলেভে রুশ বিমান ধ্বংস করে গ্রেফতারও হয়েছেন পাইলট।
অন্যদিকে, সেতু উড়িয়ে রুশ সেনাকে আটকানোর চেষ্টা করে চলেছেন ইউক্রেন। ইউক্রেনের মিকোলাভ বন্দরে আটকে ২১জন ভারতীয় নাবিক, এমনটাই খবর পাওয়া গিয়েছে। এদিকে এই সংঘাত পরিস্থিতির মধ্যেই রুশ-ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী খুন হয়েছেন এমনই খবরে উত্তাল বিশ্ব। ইউক্রেনের মধ্যস্থতাকারী ডেনিস কিরিভ খুন হয়েছেন বলে খবর। রাষ্ট্রদ্রোহের জন্য খুনের অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে।
তবে ৭ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা
কিভ, খারকিভ, জাপোরিজিয়া, ভলনোভাখা রাশিয়ার বোমাবর্ষণ হয়। কিভের কাছে রুশ হামলায় অন্তত ৬ জনের মৃত্যু, দাবি ইউক্রেনের। মারিউপোল, ভলনোভাখা দিয়ে হিউম্যান করিডরের ঘোষণা করা হয়েছে। সেফ প্যাসেজে যাওয়ার পথেও রুশ সেনার হামলার অভিযোগ।মারিউপোল দিয়ে সাধারণ মানুষকে উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে। খারকিভের কাছে পাল্টা প্রতিরোধের চেষ্টা ইউক্রেনের।
এদিকে, ইউক্রেন ছাড়তে রোমানিয়া, পোল্যান্ড সীমান্ত শরণার্থীদের ভিড় ভারতীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত রাশিয়ার যুদ্ধবিরতি চলে। রুশ হামলায় ইউক্রেনে লক্ষাধিক গৃহহীন, জানাল রাষ্ট্রপুঞ্জ। শতাব্দীর সবথেকে বড় শরণার্থী সঙ্কট, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের। ইউক্রেনে এখনও অসহনীয় অবস্থার মধ্যে আটকে বহু ভারতীয়। যদিও খারকিভ থেকে সমস্ত ভারতীয়কে উদ্ধারের দাবি বিদেশমন্ত্রকের। শান্তিপূর্ণভাবে ইউক্রেন সঙ্কটের সমাধান করতে চায় রাশিয়া, দাবি পুতিনের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)