Vladimir Putin to US : 'ঔপনিবেশিক যুগ শেষ, ভারত-চিনের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না', আমেরিকাকে সতর্কবার্তা পুতিনের
SCO Summit 2025: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলন এবং বেজিংয়ে সামরিক প্যারেডে যোগদানের পর সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর এবার আমেরিকাকে সতর্ক করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। "আপনারা ভারত ও চিনের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না", বলে মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলন এবং বেজিংয়ে সামরিক প্যারেডে যোগদানের পর সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "ঔপনিবেশিক যুগ শেষ হয়ে গেছে। ওদের বুঝতে হবে যে সঙ্গীদের সঙ্গে কথা বলার সময় এরকম শব্দ ব্যবহার করা যায় না।"
রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে এশিয়ার দুটি বৃহত্তম শক্তিকে দুর্বল করার জন্য অর্থনৈতিক চাপ ব্যবহার করার অভিযোগ করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার গাড়ি ড্রাইভের সময় তিনি ট্রাম্পের সঙ্গে আলাস্কা শীর্ষ সম্মেলন সম্পর্কে মোদিকে অবহিত করেছিলেন।
চিনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলনের আগে হালকা মেজাজে দেখা যায় তিন রাষ্ট্রপ্রধানকে। জিনপিঙের দিকে আঙুল দেখিয়ে হাসি মুখে চোখের ইশারা করেন মোদি। ইতিবাচক হাসি চিনা প্রেসিডেন্ট শি-র ঠোঁটেও। আর সঙ্গে দাঁড়িয়ে পুতিনেরও আড়চোখে ইঙ্গিত। চিনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলনে এই ছবিই চর্চার কেন্দ্রে উঠে আসে দিনকয়েক আগে। এসসিও সম্মেলনে বক্তব্য রাখার আগে, হালকা মেজাজে দেখা যায় তিন রাষ্ট্রপ্রধানকে। একান্তে আলোচনা করতে দেখা যায় বেশ কিছুক্ষণ। কী কথা হল, এ নিয়ে নানা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের নানা ধারণা ।
এসসিও সম্মেলনে যোগ দিতে আগেই চিনে পৌঁছেছিলেন পুতিন। শি জিনপিং নিজে তাঁকে অভ্যর্থনা জানান। দুই রাষ্টনেতার কথাও হয়। সম্মেলনে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঞ্চেই মোদি এবং জিনপিঙের সঙ্গে তাঁর সৌজন্য বিনিময় হয়। মোদিকে দেখেই এগিয়ে এসে জড়িয়ে ধরেন পুতিন। এরপর হালকা মেজাজে কথায় ব্যস্ত হয়ে পড়েন মোদি, জিনপিঙ ও পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০% শুল্ক আরোপ নিয়ে সম্পর্কে টানাপোড়েনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখা করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। জানা যায়, বৈঠকে সীমান্ত সন্ত্রাস নিয়ে বিস্তারিত কথা হয় দুই রাষ্ট্রনেতার। দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গ তুলেছেন মোদি। চিনও এই বিষয়ে ভারতের বক্তব্যে সমর্থন জানায়। চিনের তিয়ানজিনে সাংহাই শীর্ষ সম্মেলনের বৈঠকে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি।






















