Russia-Ukraine Conflict: ইউক্রেনের সঙ্গে সরাসরি কথা বলতে চান পুতিন , যুদ্ধ কি এবার থামবে ?
Russia-Ukraine Tension: পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠান...

মস্কো : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি এবার শেষ হবে ? ইউক্রেনের সঙ্গে সরাসরি কথা বলার প্রস্তাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৫ মে ইস্তানবুলে এই মর্মে আলোচনায় বসতে চান তিনি। বৈঠকে কীভাবে দুই দেশের মধ্যে শান্তি ফেরানো যায় এবং যুদ্ধের মূল কারণ নির্মূল করা যায় তা নিয়ে আলোচনা চান পুতিন। প্রসঙ্গত, পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠান, যা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সঙ্কটের পর রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষের সূত্রপাত করে।
২০২২ সালের রাশিয়ান আক্রমণের পরপরই ব্যর্থ আলোচনার কথা উল্লেখ করে পুতিন বলেন, "২০২২ সালে রাশিয়া সমঝোতা ভাঙেনি, বরং কিভই ভেঙেছিল। তবুও, আমরা প্রস্তাব দিচ্ছি যে কিভ কোনও পূর্বশর্ত ছাড়াই সরাসরি আলোচনা পুনরায় শুরু করুক। কিভ কর্তৃপক্ষকে আগামী বৃহস্পতিবার ইস্তানবুলে সমঝোতা আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি।" তাঁর সংযোজন, "আমাদের প্রস্তাব, যেমনটি ওরা বলে, টেবিলেই সীমাবদ্ধ, সিদ্ধান্ত এখন ইউক্রেনীয় কর্তৃপক্ষ এবং তাদের কিউরেটরদের উপর নির্ভর করবে। যাঁরা মনে হয় তাঁদের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় পরিচালিত হন, তাঁদের জনগণের স্বার্থে নয়।"
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইউক্রেনে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছে প্রধান ইউরোপীয় শক্তিগুলো। পুতিন কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে তাঁকে "ব্যাপকভাবে" নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তারা। ট্রাম্প জানিয়েছেন, তিনি শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয় হতে চান। বারবার বলেছেন যে, তিনি ইউক্রেনের "রক্তপাতের" অবসান ঘটাতে চান যা তাঁর প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে প্রক্সি যুদ্ধ হিসেবে চিহ্নিত করে।
এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশাল মিডিয়া পোস্টের দিন কয়েকের মধ্যেই ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ-বিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তিন দিনের সংঘর্ষ-বিরতি ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। "মানবিকতার কারণে" ৮ মে থেকে ১০ মে পর্যন্ত চলবে না যুদ্ধ, এমনই ঘোষণা করা হয়। সোশাল মিডিয়ায় পোস্ট করে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, "কিভে (ইউক্রেনের রাজধানী) রাশিয়ার হামলা নিয়ে আমি খুশি নই। এটা প্রয়োজন ছিল না, খুব খারাপ সময়ে এটা করা হয়েছে। ভ্লাদিমির থামুন ! সপ্তাহে ৫ হাজার জওয়ান মারা যাচ্ছেন।" ইউক্রেনের জনবসতিপূর্ণ এলাকায় রাশিয়া বোমা ফেলা জারি রাখায় তিনি "খুবই হতাশ" বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।






















