Sahitya Akademi Awards: ঘোষিত সাহিত্য অকাদেমি পুরস্কার! তালিকায় বাংলার সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী
Sahitya Akademi Awards 2023:২০২৩ সালের সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল।
কলকাতা: ঘোষিত সাহিত্য অকাদেমি পুরস্কার (Sahitya Akademi Awards)। উপন্যাসে বিভাগে এই পুরস্কার পাচ্ছেন বাংলার সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী (Bengali Novelist Swapnamoy Chakraborty)। তাঁর 'জলের উপর পানি' উপন্যাসের জন্য় এবার সাহিত্য একাদেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।
২০২৩ সালের সাহিত্য অকাদেমি (Sahitya Akademi) পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল। ২৪টি ভাষায় সাহিত্যকর্মে দেওয়া হচ্ছে এই পুরস্কার।
৯টি কবিতার বই, ৬টি উপন্যাস, ৫টি ছোট গল্প, ৩টি প্রবন্ধ এবং ১টি Literary Studies- এবারের সাহিত্য অকাদেমি পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।
বিশেষ নির্বাচকমণ্ডলী এই পুরস্কারপ্রাপকদের বেছে নিয়েছেন। তাতে সিলমোহর দিয়েছে সাহিত্য অকাদেমি এক্সিকিউটিভ বোর্ড। এখন সাহিত্য একাদেমির সভাপতি শ্রী মাধব কৌশিক।
কোন কোন বিভাগে পুরস্কার?
কবিতা, নভেল বা উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এবং Literary Study- এই কটি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে।
কী থাকবে পুরস্কারে?
একটি তামার মানপত্র থাকবে, একটি শাল এবং ১ লক্ষ টাকা আর্থিক পুরস্কার থাকবে। যা প্রত্যেক প্রাপককে দেওয়া হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ২০২৪ সালের ১২ মার্চ। নয়া দিল্লির, কোপারনিকাস মার্গে কামানি অডিটোরিয়ামে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।
সাহিত্য অকাদেমি পুরস্কার কেন দেওয়া হয়?
সাহিত্য ও ভাষার ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার দেওয়া হয়। এটি ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাহিত্য ঐতিহ্যকে প্রচার করে এবং সংরক্ষণ করে। সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় নগদ ১ লক্ষ টাকা।
পুরস্কারটি ২৪টি ভাষার জন্য দেওয়া হয়। সাহিত্য অকাদেমি পুরস্কারটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ২৪টি ভাষার জন্য দেওয়া হয়। উর্দু, হিন্দি এবং ইংরেজি ছাড়াও এতে অসমিয়া, বাংলা, ডোগরি, কন্নড়, মারাঠি এবং মালায়লামের মতো আঞ্চলিক ভাষা রয়েছে।
সাহিত্য অকাদেমি কবে প্রতিষ্ঠিত হয়?
সাহিত্য অকাদেমি ১৯৫৪ সালে ভারতীয় ভাষায় সাহিত্য ও সাহিত্যিকদের প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রথম সভাপতি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু। একই সময়ে সভাপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ, আবুল কালাম আজাদ, জাকির হুসেন, উমাশঙ্কর জোশী, মহাদেবী ভার্মা এবং রামধারী সিং দিনকর ছিলেন এর প্রথম কাউন্সিলের সদস্য।
সাহিত্য অকাদেমি পুরস্কারের উদ্দেশ্য হল ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাহিত্য ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণ করা। ভারতের বাইরে ভারতীয় সাহিত্যের প্রচারের জন্য অকাদেমি বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাহিত্য বিনিময় অনুষ্ঠানেরও আয়োজন করে।