নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ, সজলধারা প্রকল্প নিয়ে ক্ষোভ পূর্ব মেদিনীপুরে
রাজ্য সরকারের সজলধারা প্রকল্পে দুর্নীতি! নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে টেন্ডারপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে। প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দু নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের জব্দা গ্রামের ঘটনা।
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: সজলধারা প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে টেন্ডারপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গ্রামবাসীরা। তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগে সরব হয়েছে বিজেপি। মানতে রাজি নয় শাসক দল।
রাজ্য সরকারের সজলধারা প্রকল্পে দুর্নীতি! নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে টেন্ডারপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে। প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দু নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের জব্দা গ্রামের ঘটনা।
সজলধারা প্রকল্পে এখানে গ্রামে গ্রামে বসানো হচ্ছে ট্যাপ কল। তৈরি হচ্ছে জল সরবরাহের পাইপলাইন। গ্রামবাসীদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এইসব কাজ হচ্ছে। প্রতিবাদ করায়, টেন্ডারপ্রাপ্ত সংস্থার কর্মীরা হুমকি দেয় বলেও দাবি। পটাশপুরের এক গ্রামবাসীর কথায়, এক সবজি ব্যবসায়ীরা অভিযোগ নিম্নমানের কাজ করছে দেখে প্রতিবাদ করতে যাওয়ায় কন্টাকটারের হুমকির মুখে পড়তে হয় ওই ব্যবসায়ীকে, দোকান বন্ধ করার পাশাপাশি মারধরের হুমকিও দেওয়া হয়।
আরেক গ্রামবাসী জানান, অত্যন্ত নিম্নমানের পাইপ দিয়ে কাজ হচ্ছে। জলের পাইপ মাটির নিচে যতটা ঢুকানোর কথা ততটা ঢোকানো হচ্ছে না।যে পরিমাণ টাকা বরাদ্দ রয়েছে সেই টাকার কাজ হচ্ছে না। তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। পটাশপুরের বিজেপি মণ্ডল সভাপতি সত্যজিৎ নন্দ গোস্বামী জানান, তৃণমুল নেতারা কাটমানি নেওয়ার নিম্নমানের কাজ হচ্ছিল।
পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি চন্দন সাউ বলেন, এই কাজের সঙ্গে তৃণমূল কোনভাবেই যুক্ত নয়। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। সমস্যা সমাধান না হলে, বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা।