Mask Awareness : বিধিনিষেধ শিথিল হতেই ঢিলেমি একাংশের, সল্টলেকে পুলিশের মাস্ক অভিযান
কোভিড বিধি লঙ্ঘনের ছবি ধরা পড়ছে কলকাতা ও তার আশপাশের বিভিন্ন এলাকায়। বিধিনিষেধ শিথিল হতেই মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে একাংশ সাধারণ মানুষ।
রঞ্জিত সাউ, সল্টলেক : দিন দিন করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা বাড়ছে। তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মধ্যেই সতর্কতার বার্তা দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। কোভিড বিধি মেনে চলতে বলছেন তাঁরা। দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ পরিস্থিতি আটকাতে এখন থেকেই সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও এখনও কিছু মানুষের মধ্যে ঢিলেমি দেখা যাচ্ছে। সেই কারণেই এবার পথে নামল বিধাননগর ট্রাফিক পুলিশ। বুধবার মাস্ক নিয়ে সচেতনতার অভিযানে নামে তারা।
কোভিড বিধি লঙ্ঘনের ছবি ধরা পড়ছে কলকাতা ও তার আশপাশের বিভিন্ন এলাকায়। বিধিনিষেধ শিথিল হতেই মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে একাংশ সাধারণ মানুষ। এবার সেই সাধারণ মানুষদের সতর্ক করতেই তৎপর পুলিশ। আজ সল্টলেকের বিভিন্ন রাস্তায় মাস্ক অভিযানে নামে বিধাননগর ট্রাফিক পুলিশ। গাড়িতে, বাসে, অটোয় মাস্ক ছাড়া যাত্রীদের দেখা গেলেই তাঁদের ধরে ধরে সতর্ক করছে বিধাননগর পুলিশ। প্রয়োজনে কেউ যদি মাস্ক না পরে রাস্তায় বেরোচ্ছেন তাঁদের মাস্কও দেওয়া হচ্ছে। কোভিড থেকে মানুষকে সুরক্ষিত করতেই এই কর্মসূচি বলে পুলিশের বক্তব্য। আজ দিনভর সল্টলেকের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫২ জন। তা আগের দিন রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬৬৬ জন। গতকালের হিসেব অনুযায়ী, রাজ্যে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১২ হাজার ৫০৯ জন। শুরু থেকে হিসেব করলে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ১৯ হাজার ৫৯৯ জন। মঙ্গলবারের সরকারি হিসেব অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ২১ জন।
রাজ্যে সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ। গতকালের হিসেব অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হন ৯৯২ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১৪, ৮৯,০৬৯ জন।