এক্সপ্লোর
Advertisement
প্রতিবাদ করুন, হাথরাস নিয়ে চুপ কেন! কঙ্গনাকে খোঁচা সঞ্জয় রাউতের
সঞ্জয় বনাম কঙ্গনা বাকযুদ্ধ শুরু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের পর যখন মুম্বই পুলিশ তদন্তের দায়িত্বে। মুম্বই পুলিশের দায়িত্ব ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা।
মুম্বই: শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে কঙ্গনা রানাউতের বিবাদ চলছে বেশ কিছুদিন। পারস্পরিক দোষারোপ, কটাক্ষের ঢল যেন আর থামতেই চাইছে না। এবার হাথরাসের গণধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে বলিউড অভিনেত্রীকে নিশানা করে সঞ্জয় বললেন, কঙ্গনা কি কেবলমাত্র শিবসেনার অত্যাচার কিংবা অন্যান্য নানা অন্য়ায়, অনাচারের বিরুদ্ধেই গলা ফাটাবেন আর হাথরাসের ভয়াবহ ঘটনার ব্যাপারে মুখে কুলুপ এঁটে থাকবেন!
সঞ্জয় বনাম কঙ্গনা বাকযুদ্ধ শুরু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের পর যখন মুম্বই পুলিশ তদন্তের দায়িত্বে। মুম্বই পুলিশের দায়িত্ব ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। এমনকী এই পুলিশের ‘উদাসীন’ ভূমিকা এবং শিবসেনা সরকারের দাবিয়ে রাখা নীতির প্রতি ইঙ্গিত করে কঙ্গনা এমনও বলেন যে মুম্বই যেন পাক অধিকৃত কাশ্মীরের মতো। এই কথাতেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সঞ্জয়। তিনি বলেন, মুম্বই যখন এতই খারাপ তখন কঙ্গনার আর মুম্বই আসা উচিত নয়। কঙ্গনা পাল্টা জানান, তিনি মানালি থেকে মুম্বই ঢুকবেন এবং কারও বাবার ক্ষমতা থাকলে তাঁকে আটকাক। ইত্যবসরে বেআইনি নির্মাণ অভিযোগে কঙ্গনার বান্দ্রার অফিস বুলডোজার দিয়ে ভেঙে ফেলে কর্পোরেশন। এসব নিয়ে তরজা চলতে চলতেই উত্তরপ্রদেশের হাথরাসে ২০ বছরের দলিত তরুণীকে গণধর্ষণ নিয়ে সারা দেশে উত্তাল। সেই প্রসঙ্গই টেনে রাউত কঙ্গনাকে আক্রমণ করলেন এবার। বললেন, এমন একটা অন্যানের বিরুদ্ধেও তো প্রতিবাদ করা উচিত আপনার। চুপ রয়েছেন কেন! বলা বাহুল্য, সঞ্জয়ের ইঙ্গিত হল, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ঘটনা বলেই এটা নিয়ে মুখ খুলছেন না কঙ্গনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement