এক্সপ্লোর

Satyapal Malik News: প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক, পুলওয়ামা হামলা নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছিলেন

Satyapal Malik Dies: মঙ্গলবার ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতা সত্যমালিক প্রয়াত। মঙ্গলবার ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কিডনির সমস্যায় বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন সত্যপাল। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। পুলওয়ামা হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সমালোচনা করে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। (Satyapal Malik News)

উত্তরপ্রদেশের বাগপতে জাঠ পরিবারে জন্ম সত্যপালের। জাঠ নেতা হিসেবেই রাজনীতিতে জায়গা করে নেন তিনি। ছাত্র রাজনীতিতে কেরিয়ার শুরু করেন। চৌধরি চরণ সিংহের ভারতীয় ক্রান্তি দল থেকে ১৯৭৪ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে জনতা দলের হয়ে আলিগড় লোকসভার সাংসদও নির্বাচিত হন তিনি। হন রাজ্যসভার সাংসদও। (Satyapal Malik Dies)

এর পর প্রথমে কংগ্রেসে যোগ দেন সত্যপাল, তার পর লোকদল এবং সমাজবাদী পার্টিতেও যোগদান করেন। ২০০৪ সালে বিজেপি-তে যোগ দেন সত্যপাল। ২০১৭ সালে বিহারের রাজ্যপাল নিযুক্ত হন, পরে ওড়িশার অতিরিক্ত দায়িত্বও পান। ২০১৮ সালের অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল নিযুক্ত করা হয় তাঁকে। সেই সময় জম্মু ও কাশ্মীর রাজ্য ছিল। তিনি রাজ্যপাল থাকাকালীনই ২০১৯ সালে উপত্যকার রাজ্যের স্বীকৃতি খর্ব করা হয়, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত করা হয়। তার পরও গোয়া এবং মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হন তিনি।

বছর দুয়ের আগে মোদির বিরুদ্ধে মুখ খুলে আলোড়ন ফেলে দেন সত্যপাল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি উপত্যকায় CRPF জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলা নিয়ে কথা বলতে গিয়ে সরাসরি মোদি-শাহকে কাঠগড়া তোলেন তিনি। বলেন, "সার্বিক ব্যর্থতা ছিল (পুলওয়ামা হামলা)। ৩০০ কেজি আরডিএক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছিল গাড়ি, যা নিয়ে পরে সিআরপিএফ-এর কনভয়ে হামলা হয়। পাকিস্তান থেকে আনা আরডিএক্স নিয়ে ১০-১৫ দিন ধরে উপত্যকায় ঘুরে বেড়াচ্ছিল গাড়িটি।"

সত্যপাল জানান, ২০১৯ সালের ২ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ১১ বার গোয়েন্দাদের কাছ থেকে সতর্কবার্তা এসেছিল। পুলওয়ামা ও লেথপোরায় হামলা হতে পারে বলে জানানো হয়েছিল। যে রাস্তায় জওয়ানদের উপর হামলা হয়, তা নিয়েও সতর্ক করা হয়েছিল। তার পরও সেনার কনভয়কে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। ১০০০ জনের বিরাট কনভয়কে আকাশপথে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। পাঁচটি বিমান চাওয়া হয়। সেই আবেদন গৃহীত হয়নি বলে জানান তিনি।

শুধু তাই নয়, সত্যপালের দাবি ছিল, নিরাপত্তায় যে ঘাটতি ছিল, তা মোদিকেও জানান তিনি, কিন্তু তাঁকে নীরব থাকতে বলেন মোদি। সত্যপাল বলেন, "আমাদের ভুলেই যে হামলা হয়েছে, তা ওই বিকেলেই প্রধানমন্ত্রীকে বলি আমি। জানাই, বিমানে জওয়ানদের নিয়ে গেলে এত বড় বিপদ ঘটত না। কিন্তু উনি বলেন, 'আপনি এখন চুপ থাকুন। যা বলার খবরের চ্যানেলকে আমি বলে দিয়েছি। আপনি এ নিয়ে কথা বলবেন না। এটি একটি অন্য বিষয়'।"

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও তাঁকে চুপ থাকার নির্দেশ দেন বলে জানান সত্যপাল। তাঁর বক্তব্য ছিল, "অজিত ডোভাল বলেন, 'সতপাল ভাই, এ নিয়ে কথা বলবেন না আপনি। দয়া করে মুখ বুজে থাকুন'। আমি জানতাম পাকিস্তানকে দোষারোপ করা হবে। তাই আমার চুপ থাকা উচিত।" ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুলওয়ামা হামলা যে বিজেপি-র জয়ের হাতিয়ার হয়ে ওঠে, তাতেও সায় দেন সত্যপাল।

পুলওয়ামা হামলার সত্যতা কোনও দিন সামনে আসবে কি না জানতে চাওয়া হলে, সত্যপাল সেই সময় বলেন, "সত্য লুকিয়ে রাখার যথেষ্ট কারণ রয়েছে সরকারের। সেটিকে অন্য কাজে ব্যবহার করা হতে পারে। দুর্ভাগ্যজনক ওই ঘটনাকে অন্য কাজে তো ব্যবহার করা হয়েছে। ঘটনার শিকড়ে না পৌঁছে, রাজনৈতিক ফায়দার জন্য অন্যকে দোষারোপ করা হয়।" কৃষক আন্দোলনের সময়ও মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সত্যপাল। উপত্যকার জলবিদ্যুৎ দুর্নীতি মামলায় চলতি বছরই সত্যপালের নামে চার্জশিট দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. 

সত্যপালের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'সত্যপাল মালিকজির প্রয়াণে দুঃখিত। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল, সত্য বলার জন্যই ভারতীয়রাজনীতিতে পরিচিত ছিলেন, খুব কমজনেরই সেই সাহস রয়েছে। কৃষক আন্দোলনের সমর্থনে কথা বসেছিলেন, পুলওয়ামা হামলা নিয়ে কিছু অপ্রিয় সত্য তুলে ধরেছিলেন। এমন সাহসী মানুষ কুর্নিশ পাওয়ার যোগ্য। ওঁর আত্মার শান্তি কামনা করি'।

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী লেখেন, 'প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক। জীবনের শেষ দিন পর্যন্ত নির্ভীক থেকে সত্য বলে যাওয়া, মানুষের স্বার্থকে এক ব্যক্তি হিসেবে ওঁকে মনে রাখব আমি। ওঁর পরিবার, সমর্থক ও শুভাকাঙ্খীদের সমবেদনা জানাই'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Medical Science News: আড়াল করে রেখেছিল প্রকাণ্ড সিস্ট, জরায়ু পুরো ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ, জন্ম নিল ‘মিরাকল শিশু’
আড়াল করে রেখেছিল প্রকাণ্ড সিস্ট, জরায়ু পুরো ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ, জন্ম নিল ‘মিরাকল শিশু’
India on Bangladesh Incident: 'অত্যন্ত উদ্বেগের বিষয়', বাংলাদেশে হিন্দু যুবক হত্যার নিন্দা ভারতের; 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে'
'অত্যন্ত উদ্বেগের বিষয়', বাংলাদেশে হিন্দু যুবক হত্যার নিন্দা ভারতের; 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে'
Abhijit Gangopadhyay: 'দিলীপ ঘোষের মধ্যে এখনও আগুন আছে, বিয়ে করা অপরাধ নয়', মন্তব্য অভিজিতের
'দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি', বিস্ফোরক অভিজিৎ
Bangladesh News: 'বাংলাদেশের তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে জড়িত নন', ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় দূত
'বাংলাদেশের তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে জড়িত নন', ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় দূত

ভিডিও

Kaliganj News Live: কালীগঞ্জে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী বাম | ABP Ananda Live
Aravalli News : আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আরাবল্লী মামলার শুনানি
Amit Shah : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর আজ রাজ্যে অমিত শাহ | ABP Ananda Live
Bangladesh News:দোষীদের গ্রেফতারের দাবিতে দেশের সব শহরে বিক্ষোভ-অবরোধ শুরু করল ইনকিলাব মঞ্চ!
Humayun Kabir : 'ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অভিষেক দাঁড়ান', চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Medical Science News: আড়াল করে রেখেছিল প্রকাণ্ড সিস্ট, জরায়ু পুরো ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ, জন্ম নিল ‘মিরাকল শিশু’
আড়াল করে রেখেছিল প্রকাণ্ড সিস্ট, জরায়ু পুরো ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ, জন্ম নিল ‘মিরাকল শিশু’
India on Bangladesh Incident: 'অত্যন্ত উদ্বেগের বিষয়', বাংলাদেশে হিন্দু যুবক হত্যার নিন্দা ভারতের; 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে'
'অত্যন্ত উদ্বেগের বিষয়', বাংলাদেশে হিন্দু যুবক হত্যার নিন্দা ভারতের; 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে'
Abhijit Gangopadhyay: 'দিলীপ ঘোষের মধ্যে এখনও আগুন আছে, বিয়ে করা অপরাধ নয়', মন্তব্য অভিজিতের
'দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি', বিস্ফোরক অভিজিৎ
Bangladesh News: 'বাংলাদেশের তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে জড়িত নন', ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় দূত
'বাংলাদেশের তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে জড়িত নন', ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় দূত
Virat Kohli: কোহলির ব্যাটিং ঝড় চলছে, ম্যাচের সেরাও হলেন, পন্থের হাফসেঞ্চুরি, পরপর দু'ম্যাচে জয়ী দিল্লি
কোহলির ব্যাটিং ঝড় চলছে, ম্যাচের সেরাও হলেন, পন্থের হাফসেঞ্চুরি, পরপর দু'ম্যাচে জয়ী দিল্লি
Amit Shah: নরেন্দ্র মোদির পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ, একগুচ্ছ কর্মসূচি, কোথায়-কোথায় যাবেন?
নরেন্দ্র মোদির পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ, একগুচ্ছ কর্মসূচি, কোথায়-কোথায় যাবেন?
'গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, যারা করেছে তাদের বিনাশ চাই', বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
'গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, যারা করেছে তাদের বিনাশ চাই', বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Bangaldesh News: বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ! গ্রেফতার ১
বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ! গ্রেফতার ১
Embed widget