Electoral Bonds Information:সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ECI-কে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিল SBI
SBI Submits Information:শীর্ষ আদালতের কথা মতো নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
![Electoral Bonds Information:সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ECI-কে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিল SBI SBI Submits Electoral Bond Related Information To Election Commission Of India After Sternness By Supreme Court Electoral Bonds Information:সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ECI-কে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিল SBI](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/12/ac5997561582b780386759a643d619e51710266327329482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: শীর্ষ আদালতের কথা মতো নির্বাচনী বন্ড (Electoral Bond Case) সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission Of India) দিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। কমিশনের তরফে এই নিয়ে সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ পোস্ট করা হয়। তাতে কমিশনের মুখপাত্র লেখেন, 'গত ১৫ ফেব্রুয়ারি এবং ১১ মার্চ, সুপ্রিম কোর্ট এসবিআই-কে যে নির্দেশ দিয়েছিল, তা মেনে আজ, ১২ মার্চ, ২০২৪, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ভারতের নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছে।'
প্রেক্ষাপট...
গত কাল, সোমবার, সুপ্রিম কোর্ট, এসবিআই-কে নির্দেশ দেয়, আজ, অর্থাৎ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে দিতে হবে। কমিশনকে ওই সমস্ত তথ্য, ১৫ মার্চের মধ্যে নিজেদের ওয়েবসাইটে আপলোড করতে হবে বলেও জানায় শীর্ষ আদালত। সাধারণ মানুষ যাতে সমস্ত তথ্য় দেখতে পান, সেই ব্যবস্থা করতে হবে। সূত্রের খবর, ২০১৮ সালে নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে ৩০টি শাখার মাধ্যমে মোট ১৬ হাজার ৫১৮ কোটি টাকার নির্বাচনী বন্ড ইস্যু করেছিল এসবিআই।
কড়া সুপ্রিম কোর্ট..
ব্যাঙ্কের তরফে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার ব্যাপারে গড়িমসির করা নিয়ে গত কাল, সোমবার, এসবিআই-কে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জানায়, এই মর্ম তারা এসবিআইয়ের তরফে স্বচ্ছতা আশা করছে। নির্বাচনী বন্ড ইস্যু করার এক্তিয়ার একমাত্র এসবিআইয়ের রয়েছে। গত কাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, 'আমরা ১৫ ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছিলাম। আজ ১১ মার্চ। গত ২৬ দিনে আপনারা কী পদক্ষেপ করেছেন? কিছু জানানো হয়নি। এটা প্রকাশ্যে আনা উচিত ছিল...আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে স্বচ্ছতা ও সততা আশা করি।'
কী এই নির্বাচনী বন্ড?
আড়ালে থেকে, রাজনৈতিক দলকে টাকা জোগানোর পদ্ধতির এক কৌশল নির্বাচনী বন্ড। এই নির্বাচনী বন্ড নিয়েই গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, এভাবে রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ অসাংবিধানিক। শুধু তাই নয়। SBI-কে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, তাদের কাছ থেকে যাঁরা নির্বাচনী বন্ড কিনেছেন, ৬ মার্চের মধ্যে তাঁদের নাম-সহ বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। বস্তুত, এই নির্বাচনী বন্ড নিয়ে বিতর্ক নতুন নয়। ৩০ জুন পর্যন্ত সময় চেয়ে পাল্টা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এসবিআই। সোমবার, স্টেট ব্যাঙ্কের সেই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। তার পর, আজ কমিশনকে বন্ড সংক্রান্ত তথ্য দেয় এসবিআই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)