এক্সপ্লোর
Advertisement
কবে খুলছে স্কুল-কলেজ? কী জানাল মন্ত্রক?
গত মাসে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, জুলাইতেই নাকি খুলে যাচ্ছে স্কুল-কলেজ। এও বলা হয়, গ্রিন ও অরেঞ্জ জোনের স্কুল কলেজ আগে খোলা হবে।
নয়াদিল্লি: অগস্টের পর থেকে খুলতে পারে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। সম্ভবত ১৫ অগস্টের পর থেকেই খুলবে স্কুল-কলেজ। রবিবার এই কথা জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। মাঝ-মার্চ থেকেই করোনা সতর্কতায় বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কিছু কিছু স্কুল-কলেজ অবশ্য লকডাউন ঘোষণা হওয়ার পর বন্ধ হয়।
“আমরা সব পরীক্ষাগুলির ফলাফল আগামী ১৫ অগস্টের মধ্যে প্রকাশ করার চেষ্টা করছি। লকডাউন শুরুর আগে ও এখন যে যে পরীক্ষা নেওয়া হবে, তার ফল মাঝ-অগাস্টের আগেই বের করার চেষ্টা হবে।” রবিবার এই সাক্ষাৎকারে বলেন পোখরিয়াল।
অন্যদিকে, হরিয়ানা সরকার, পরের মাসে ধাপে ধাপে বিভিন্ন স্কুল খোলার চিন্তাভাবনা করছে। শিক্ষামন্ত্রী কানওয়ার পল জানিয়েছেন, রাজ্য সরকার এ ব্যাপারে শিক্ষাকর্মী, অভিভাবক ও বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। তিনি আরও বলেন, জুলাইতে দশম থেকে দ্বাদশের ক্লাস শুরু হবে। তারপরের ধাপে ষষ্ঠ থেকে নবমের ক্লাস শুরু হবে। পরের পর্যায়ে শুরু হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস। অগস্টে শুরু হবে কলেজ-ইউনিভার্সিটির ক্লাস।
গত মাসে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, জুলাইতেই নাকি খুলে যাচ্ছে স্কুল-কলেজ। এও বলা হয়, গ্রিন ও অরেঞ্জ জোনের স্কুল কলেজ আগে খোলা হবে। পরে কেন্দ্রীয় মন্ত্রক জানায়, এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
এই নিয়ে বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়াতেও প্রচারিত হয়। যদিও মন্ত্রক তেমন কোনও সিদ্ধান্ত নেয়নি বলে ট্যুইট করেও জানানো হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement