Health Ministry on Covid19: উৎসবে আনন্দ করবেন ? করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক
এদিন দেশের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন, ''প্রতিবারই উৎসবের পর বেড়ে যাচ্ছে দেশের করোনার গ্রাফ। কোভিড বিধি না মানার ফল ভুগতে হচ্ছে সবাইকে।
নয়াদিল্লি: দেশে এখনও যায়নি করোনার দ্বিতীয় ঢেউ।সংক্রমণের মানচিত্রে সবে মাঝপথে দাঁডিয়ে দেশবাসী। তাই উৎসবের মরশুমের আগে সবাইকে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক।
এখনও যায়নি করোনার দ্বিতীয় ঢেউ Covid Second Wave is not Over
এদিন দেশের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন, ''প্রতিবারই উৎসবের পর বেড়ে যাচ্ছে দেশের করোনার গ্রাফ। কোভিড বিধি না মানার ফল ভুগতে হচ্ছে সবাইকে। তাই করোনার দ্বিতীয় ঢেউ চলে গেছে এমনটা ভাববেন না। আমরা সবে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝপথে রয়েছি। তাই এখনই সতর্ক হোন।''এই বলেই অবশ্য থেমে যাননি স্বাস্থ্যসচিব। তিনি বলেন, ''আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উৎসবের কারণে এই সময় সবাই আনন্দে মেতে থাকবেন। মনে রাখতে হবে এই সময় কোভিড বিধি অনুসরণ করা বাধ্যতামূলক। যা না মানলেই পরবর্তীকালে ভুগতে হবে আমাদের।''
এ প্রসঙ্গে ভ্যাকসিনের সীমাবদ্ধতার কথাও তোলেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, ভ্যাকসিনের দুটি ডোজ কেবল সংক্রমণের প্রকোপের মাত্রা কমাতে পারে।যার ফলে হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পেতে পারেন সংক্রমিত। কিন্তু এরফলে আপনার দেহে সংক্রমণ ঠেকানো যাবে না। তাই ভ্যাকসিন নেওয়া থাকলেও মেনে চলতে হবে কোভিড বিধি। সম্প্রতি একই কথা বলেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর বলরাম ভার্গভ।তিনি বলেন, ''ভ্যাকসিন কখনোই করোনা থেকে সম্পূর্ণ বাঁচাতে পারে না। তাই মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।''
দেশের করোনার আপডেট Covid Update In India
দেশের বর্তমান কোভিড বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ২০ শতাংশেরও বেশি করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে। সামান্য কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ৬০০-র ওপরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৬৪ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৬০৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন। একদিনে ৩৪ হাজার ১৫৯ জন সুস্থ হয়েছেন।