Gujarat Death: গুজরাটে নির্মায়মাণ কারখানায় দেওয়াল ভেঙে মৃত সাত শ্রমিক, নিখোঁজ একাধিক
Gujara News: নির্মায়মান কারখানার দেওয়াল ভেঙে পড়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল সাত জন শ্রমিকের। আরও বেশ কয়েকজন মাটির নিতে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মেহসানা: নির্মায়মাণ একটি দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল সাতজন শ্রমিকের। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) মেহসানা (Mehsana) এলাকা জেলায়। দুরঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুর্ঘটনাটি ঘটেছে মেহসানা জেলার সদর দফতর থেকে আনুমানিক ৩৭ কিলোমাটির দূরে অবস্থিত কাদি শহরে। বিষয়টির খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়। ধ্বংস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা চেষ্টা চলছে।
প্রসঙ্গে কাদি পুলিল স্টেশনের ইন্সপেক্টর বলেন, কাদি শহর থেকে কিছুটা দূরে জাসালপুর গ্রামে এর কারখানায় গ্রান্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক তৈরির জন্য গর্ত খুঁড়ছিল এক দল শ্রমিক। আচমকা কাজ চলাকালীল মাটি ধসে পড়ে। ওই শ্রমিকরা তার নিচে চাপা পড়ে যান। খবর পেয়ে খটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা মাটি সরিয়ে সাত জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষণ হলেও আর কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। আশঙ্কা করা হচ্ছে আর তিন থেকে চারজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বেসরকারি একটি সংস্থার একটি দেওয়াল ভেঙে পড়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে সঠিক নিরাপত্তার ব্যবস্থা করে ওই কারখানার কাজ করা হচ্ছিল না তা খতিয়ে দেখছে পুলিশ। কারখানার মালিককে এই বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।