এক্সপ্লোর
Advertisement
স্বাধীনতার ওপর আক্রমণ! ফড়নবিশ, বিজেপিকে তোপ তারুরের
মাত্র তিনদিন আগে শপথ নেওয়া ফড়নবিশ আজই ইস্তফা দিয়েছেন, সরে দাঁড়িয়েছেন উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া এনসিপির অজিত পওয়ারও।
নয়াদিল্লি: শশী তারুরের কটাক্ষের নিশানা বিজেপি, দেবেন্দ্র ফড়নবিশ। মঙ্গলবারই মহারাষ্ট্র রাজনীতির টানটান নাটকের মধ্যেই সুপ্রিম কোর্ট বুধবার রাজ্য বিধানসভায় শক্তির প্রমাণ দিতে বলার পর তিনদিনের মুখ্যমন্ত্রী ফড়নবিশ ইস্তফা দিয়েছেন। এ নিয়ে তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ রাজ্যে ‘অভ্যুত্থান’ ঘটানোয় গেরুয়া দল ও ফড়নবিশকে দুষেছেন। একই ট্যুইটে ভারতের স্বাধীনতাপ্রাপ্তির মুহূর্তে প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি ছবির পাশে ফড়নবিশের শনিবার সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ছবি রেখে তিনি লিখেছেন, স্বাধীনতার ওপর আক্রমণ!
— Shashi Tharoor (@ShashiTharoor) November 26, 2019
প্রথম ছবির নিচে ক্যাপশনে বলা হয়েছে, ১৯৪৭-মধ্যরাতে পৃথিবী যখন নিদ্রামগ্ন, ভারত জেগে উঠল নতুন প্রাণ, স্বাধীনতার আলোয়। পাশের ছবির ক্যাপশন হল, ২০১৯-মাঝরাতে ভারত যখন ঘুমিয়ে রয়েছে, গোটা বিশ্ব জেগে উঠে আমাদের স্বাধীনতার ওপর হামলার সাক্ষী হয়ে রইল।
ট্যুইটারে প্রচুর শেয়ার হয় সেটি।
মাত্র তিনদিন আগে শপথ নেওয়া ফড়নবিশ আজই ইস্তফা দিয়েছেন, সরে দাঁড়িয়েছেন উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া এনসিপির অজিত পওয়ারও। সুপ্রিম কোর্ট কাল শক্তিপরীক্ষা দিতে বললেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজনীয় শক্তি না থাকায় সরে দাঁড়ান ফড়নবিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
খেলার
Advertisement